টপ স্টোরিজরাজশাহীসারাবাংলা

রামেক হাসপাতাল হতে ১৭ দালাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হতে দালার চক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে রামেক হাসপাতালের বহি:বিভাগ ও জরুরী বিভাগ এর সামনে হতে তাদের আটক গ্রেফতার কলে।

গ্রেফতারকৃতরা হলো,  নগরীর চন্ডিপুর এলাকার হাসিবুল ইসলাম (২৩), মোঃ বাদল (৩৮), ডিঙ্গাডোবার সুর্য (৫৫), কাজিহাটার শ্রী প্রসাদ দাস (২২), সুমন আলী (৪১), বহরমপুর ব্যাংক কলোনীর জুলমত (৪৩), লক্ষ্মীপুর টিবি রোড এলাকার আব্দুল জলিল ওরফে রাজা (৫৫), মেডিকেল কোয়াটারের সাইদুর রহমান ওরফে বাবু (৪২), বহরমপুরের রিয়াজ (৩৫), আইডি বাগানপাড়া এলাকার শ্রী সঙ্গীত (৪০), সিইপাইপাড়ার সেন্টু রায় (৪২), আলীগঞ্জের নূর হোসেন ওরফে নাইম (২৩), হাদির মোড়ের বাবু (৬৫), বুধপাড়া হরিজন কলোনীর স্বাধীন ওরফে টিপু (২২), রায়পাড়ার আরিফ (৩০), বগুড়ার আদামদীঘি উপজেলার চাপাপুর গ্রামের রনি শেখ (২৪), এবং চারঘাটের সলুয়া গ্রামের মোসাঃ রোজিনা (৩৫)।

পুলিশ জানায়,   রাজশাহী মহানগরীকে মডেল মহানগরীতে প্রতিষ্ঠার লক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিকের  নির্দেশে অবিরাম কাজ করে যাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এরই ধারবাহিকতায়  রাজশাহী মহানগর ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ জনকে গ্রেফতার করে। দীর্ঘদিন যাবৎ এই দালাল চক্রের সদস্যরা রোগী ও রোগীর আত্বীয়-স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দিয়ে বিরক্তিকর কাজসহ টানাহেচড়ার মত আচরন করে আসছিলো ।    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মহানগর ডিবি পু্লিশ তা নিশ্চিত করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button