রাজশাহীসারাবাংলা

ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ” প্রকল্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, তানোর :“ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজশাহীর তানোর উপজেলায় “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ” প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ তদারকি ও পরিদর্শন করেছেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (অতিরিক্ত সচিব) জাকীর হোসেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পর্যায়ক্রমে উপজেলার পাঁচন্দর ও বাঁধাইড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্মিত ঘর পরিদর্শন করেন। এ সময় কাজের অগ্রগতি ও বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। এরআগে সকালে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকীর হোসেন।

এ সময়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামাণিক, রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, আব্দুল মতিন, আতাউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, তানোর উপজেলায় এ প্রকল্পের অধীন ৫৭টি গৃহ নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে অধিকাংশ ঘরের কাজ প্রায় শেষের দিকে।#

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button