রাজশাহীসারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন শহরে রুপান্তর করতে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচীর আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন শহরে রুপান্তর বিষয়ক উদ্বৃদ্ধকরণ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৯’ডিসেম্বর) সকালে পৌর ভবন থেকে বের হয়ে র‌্যালীটি বড়ইন্দারা মোড় হয়ে হুজরাপুর প্রধান সড়ক ঘুরে উদয়ন মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালী থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে ও সহযোগিতা করতে মাইকিং ও লিফলেট বিতরণ করে পৌরবাসীর মাঝে প্রচারণা চালানো হয়।

র‌্যালীতে অংশ নেন,মেয়র নজরুল ইসলাম,প্যানেল মেয়র মোসলেমা বেগম,পৌর স্বাস্থ্য,স্যানিটেশন ও পরিচ্ছন্নতা বিষয়ক স্থায়ী কমিটির আহব্বায়ক এবং কাউন্সিলর জিয়াউর রহমান আরমান,কাউন্সিলর মতিউর রহমান,আব্দুল বারেক,আফজাল হোসেন পিন্টু,পৌর চিকিৎসক ওয়ালিউল ইসলাম খান,সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান,কনজারভেন্সি ইন্সপেক্টর জহির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য,সম্প্রতি পৌরসভার ৩য় সড়ক হিসেবে বড় ইন্দারা মোড় থেকে হুজরাপুর প্রধান সড়ক হয়ে উদয়ন মোড় পর্যন্ত সড়কটি রাত্রিকলীন পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। ১’জানুয়ারী ২০২১ থেকে কার্যক্রম শুরু হবে। এর আগে পুরাতন বাজার মোড় হতে শান্তিমোড় ও বাতেঁন খা মোড় হতে নিউমার্কেট হয়ে উদয়ন মোড় পর্যন্ত শহরের প্রধান দু’টি সড়ক রাত্রিকালীন পরিচ্ছন্নতা কর্মসূচীর আওতায় আসে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button