অর্থনীতিঅর্থনীতি-ব্যবসাজাতীয়

গরু পালনে বিশ্বে দ্বাদশ বাংলাদেশ

জনপদ ডেস্কঃ গরু পালনে বাংলাদেশ এখন বিশ্বে দ্বাদশ। চলতি বছর বাংলাদেশে পালনকৃত গরুর সংখ্যা ২ কোটি ৪০ লাখেরও বেশি বলে জানিয়েছে বৈশ্বিক খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। তাদের প্রকাশিত তথ্য বলছে, সারা বিশ্বে ২০২০ সালে প্রায় ১৪৬ কোটি ৮০ লাখ গরু পালিত হচ্ছে।

এর মধ্যে ২১ কোটি ১৭ লাখ গরু পালনের মাধ্যমে শীর্ষে রয়েছে ব্রাজিল। দ্বিতীয় অবস্থানে থাকা ভারত ১৮ কোটি ৯০ লাখ, তৃতীয় অবস্থানে থাকা চীন ১১ কোটি ৩৫ লাখ, চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র ৮ কোটি ৯২ লাখ এবং পঞ্চম অবস্থানে থাকা ইথিওপিয়ায় ৫ কোটি ৪০ লাখ গুরু পালন হয়েছে এ বছর।

বর্তমানে পালন হওয়া গরুর সংখ্যায় শীর্ষ ১৫-তে থাকা অন্য দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা ৫ কোটি ১০ লাখ, সুদান ৪ কোটি ১৯ লাখ, পাকিস্তান ৩ কোটি ৮২ লাখ, মেক্সিকো ৩ কোটি ২৪ লাখ, অস্ট্রেলিয়া ২ কোটি ৯২ লাখ, তানজানিয়া ২ কোটি ৪৫ লাখ, বাংলাদেশ ২ কোটি ৪০ লাখ, কলম্বিয়া ২ কোটি ৩১ লাখ, নাইজেরিয়া ২ কোটি ও রাশিয়া ১ কোটি ৯৯ লাখ গরু পালন হচ্ছে চলতি বছর।

বর্তমানে দেশে প্রতি বছরই গবাদিপশুর খামার বাড়ছে। দেশে মোট নিবন্ধিত খামার প্রায় ৭০ হাজার এবং অনিবন্ধিত খামারের সংখ্যা ছাড়িয়েছে প্রায় এক লাখ। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার পাশাপাশি তরুণদের কর্মসংস্থানে আকৃষ্ট করতেও সরকার এ খাতে বিশেষ অবদান রাখছে।

তবে, গরু লালনপালনে খরচ বেশি হওয়ায় এবং মাংস আমদানি করায় অনেকেই তাদের পেশা বদল করেছেন। স্বল্প সুদে ঋণ ব্যবস্থার অপ্রতুলতা, ভালো মানের ব্রিড ও সিমেন আমদানি না করতে পারলে এ খাতে আগ্রহীরা মুখ ফিরিয়ে নেবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া, উৎপাদনশীল গরু জবাই বন্ধে আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গরু মোটাতাজাকরণ কার্যক্রম আরো বৈজ্ঞানিকভাবে পরিচালনা করতে হবে। পাশাপাশি গরু মোটাতাজা করতে স্টেরয়েডজাতীয় (ডেকাসন, বেটামেথাসন ও পেরিঅ্যাকটিন), ডেক্সামেথাসন, পাম ট্যাবলেট ছাড়াও ইউরিয়া সার খাওয়ানো পন্থাগুলোকে কঠোর হস্তে বন্ধ করতে হবে। এতে কর্মসংস্থান যেমন বাড়বে তেমনি গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button