অর্থনীতি-ব্যবসা

খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবি জাসদের

জনপদ ডেস্ক: খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি করেন।

জাসদ নেতারা বলেন, ‘সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছুদিন পরপরই বাজার নিয়ন্ত্রণকারী মুনাফাখোর লুটেরা সিন্ডিকেট তাদের ইচ্ছা মতো খাদ্যপণ্যের অস্বাভাবিক ও অযৌক্তিক দাম হাঁকিয়ে ভোক্তা-ক্রেতা সাধারণের কষ্টার্জিত আয় লুটে নিচ্ছে। খাদ্যপণ্যের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্য বাড়ায় ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। ’

জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘এখন দেশের বাজার ব্যবস্থার অবস্থা হয়েছে এমন সিন্ডিকেট লুটে খায়, ভোক্তা-ক্রেতা-কৃষক অসহায়। ’

নেতারা বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ধ্বংস, বাজার নিয়ন্ত্রণে স্থায়ী মনিটরিং ব্যবস্থা চালু এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগ এবং বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত লুটেরা মুনাফাখোরদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button