Breaking Newsজাতীয়

দেশে করোনায় ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৭২

জনপদ ডেস্ক: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন,গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৭৭২ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৬ হাজার ২২৫ জন।
এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৯৬৫ জন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে সবাইকে, বিশেষ করে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ডা. নাসিমা। এছাড়াও কোন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তাদের অবশ্যই নমুনা পরীক্ষার পরামর্শ দেন তিনি।

বৈশ্বিক পরিস্থিতি,
চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস মৃত্যুপুরীতে পরিণত করেছে গোটা বিশ্বকে। গত ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৬৪ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৫২ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ৫২ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

স/কা

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button