সারাবাংলা

ঢামেকের আইসিইউপ্রধান করোনায় আক্রান্ত

জনপদ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) প্রধান কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ার পর তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার একেএম নাসির উদ্দিন।

করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাঁচিয়ে তুলতে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিভাগের চিকিৎসকরা করোনা আক্রান্তসহ সব ধরনের মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালান। এই বিভাগের প্রধানই করোনায় আক্রান্ত হলেন।

করোনা আক্রান্ত অধ্যাপক ডা. মোজাফফর হোসেন হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ও আইসিইউপ্রধান। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে এবার তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার একেএম নাসির উদ্দিন রোববার যুগান্তরকে জানান, ডা. মোজাফফরের করোনা পজিটিভ। তিনি শঙ্কামুক্ত। বর্তমানে বাসায় অবস্থান করছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button