রাজশাহী , শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

রাজশাহীতেও নতুন পরিচালক, সিরাজের সাথে রংপুরে থাকবেন আকরামও

  • আপডেটের সময় : ০২:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
  • ৬১ টাইম ভিউ
Adds Banner_2024

স্পোর্টস ডেস্ক: সকাল গড়িয়ে দুপুর নামতে হঠাৎ বিতর্ক, আকরাম খানের পরিবর্তে রংপুরের টিম ডিরেক্টর এনায়েত হোসেন সিরাজ। বলার অপেক্ষা রাখে না, প্লেয়ার্স ড্রাফটের আগে থেকেই আকরাম খান রংপুরের টিম ডিরেক্টর। আর এনায়েত হোসেন সিরাজ ছিলেন রাজশাহীর দায়িত্বে।

এখন যেহেতু এনায়েত হোসেন সিরাজ যে ঔষধ নির্মাতা ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানের অন্যতম স্বত্বাধিকারী, সেই ইনসেপ্টা যখন একদম শেষ মুহূর্তে রংপুরের স্পন্সর পার্টনার হয়েছে- তখন তার রংপুরের সাথে সম্পৃক্ত হওয়াই স্বাভাবিক। বিষয়টি খালি চোখে একটু অন্যরকম মনে হলেও বাস্তবে মোটেই অস্বাভাবিক নয়।

Trulli

এদিকে এনায়েত হোসেন সিরাজ রংপুরের সাথে সম্পৃক্ত হবার মুহূর্ত থেকে একটিই প্রশ্ন, তাহলো- আকরাম খানের কি হবে? অনেক খেটেখুটে দল সাজিয়েছেন। প্লেয়ার্স ড্রাফট এবং তারপর ক্রিকেটারদের নানারকম লজিস্টিক সুযোগ-সুবিধা প্রদানের কাজও করেছেন আকরাম খান।

মোটকথা, শেষ মুহূর্তে ইনসেপ্টা রংপুরের স্পন্সর পার্টনার হলেও আকরাম খান ইতিমধ্যেই দলটির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন। তাই তার পক্ষে এখন নতুন দল মানে রাজশাহীর দায়িত্ব নেয়া কঠিন। সে বিবেচনায় সম্ভবত বিসিবি আকরাম খানকে রংপুরের সাথেই রেখে দিতে চাচ্ছে।

আজ সন্ধ্যায় বিসিবি সিইও’র মুখে সেই কথা। এনায়েত হোসেন সিরাজের শেষ মুহূর্তে রাজশাহী থেকে রংপুরের পরিচালক হওয়া আর আকরাম খানের পদশূন্য হয়ে পড়া নিয়ে প্রশ্ন করা হলে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন অনেক কথার ভিড়ে বুঝিয়ে দিয়েছেন, আকরাম খান রংপুরেই থাকবেন। এনায়েত হোসেন সিরাজের পাশে থেকেই কাজ করবেন। আর রাজশাহীতে নতুন পরিচালক নিয়োগ দেয়া হবে।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘দেখুন, সকালের প্রেস ব্রিফিংয়ের সাথে আমাদের কোন সম্পর্ক ছিল না। এটা টিমের বিষয় ছিল, তাদের টিমের স্পন্সরের বিষয় ছিল। টিম পরিচালকের যে ব্যাপারটা ছিল, আপনারা জানেন টিমের সাথে একজন করে পরিচালক ছিলেন, সেখানে একটা বিষয় চলে এসেছে যে একটা দলের স্পন্সর ছিল না। সেক্ষেত্রে একটি স্পন্সর দ্বায়িত্ব গ্রহণ করে আর বর্তমান যিনি আছেন তিনি তো থাকবেন। অবশ্যই তার সাথে পরিচালকও থাকবেন। যে দলে কেউ নেই সেই দলে আমরা একজনকে দিয়ে দিবো।’

আকরাম খান বলেছেন, পরিচালক পরিবর্তনের বিষয়টা তিনি জানেন না। বিসিবি জানে। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সুজন বলেন, ‘আমি আসলে জানি না আকরাম ভাই জানতেন কি না। আমাদের বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। দুইজন কিভাবে কোন দ্বায়িত্বে থাকবেন সেটা এখন বলতে পারছি না।’

Adds Banner_2024
Adds Banner_2024

রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী

Adds Banner_2024

রাজশাহীতেও নতুন পরিচালক, সিরাজের সাথে রংপুরে থাকবেন আকরামও

আপডেটের সময় : ০২:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯

স্পোর্টস ডেস্ক: সকাল গড়িয়ে দুপুর নামতে হঠাৎ বিতর্ক, আকরাম খানের পরিবর্তে রংপুরের টিম ডিরেক্টর এনায়েত হোসেন সিরাজ। বলার অপেক্ষা রাখে না, প্লেয়ার্স ড্রাফটের আগে থেকেই আকরাম খান রংপুরের টিম ডিরেক্টর। আর এনায়েত হোসেন সিরাজ ছিলেন রাজশাহীর দায়িত্বে।

এখন যেহেতু এনায়েত হোসেন সিরাজ যে ঔষধ নির্মাতা ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানের অন্যতম স্বত্বাধিকারী, সেই ইনসেপ্টা যখন একদম শেষ মুহূর্তে রংপুরের স্পন্সর পার্টনার হয়েছে- তখন তার রংপুরের সাথে সম্পৃক্ত হওয়াই স্বাভাবিক। বিষয়টি খালি চোখে একটু অন্যরকম মনে হলেও বাস্তবে মোটেই অস্বাভাবিক নয়।

Trulli

এদিকে এনায়েত হোসেন সিরাজ রংপুরের সাথে সম্পৃক্ত হবার মুহূর্ত থেকে একটিই প্রশ্ন, তাহলো- আকরাম খানের কি হবে? অনেক খেটেখুটে দল সাজিয়েছেন। প্লেয়ার্স ড্রাফট এবং তারপর ক্রিকেটারদের নানারকম লজিস্টিক সুযোগ-সুবিধা প্রদানের কাজও করেছেন আকরাম খান।

মোটকথা, শেষ মুহূর্তে ইনসেপ্টা রংপুরের স্পন্সর পার্টনার হলেও আকরাম খান ইতিমধ্যেই দলটির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন। তাই তার পক্ষে এখন নতুন দল মানে রাজশাহীর দায়িত্ব নেয়া কঠিন। সে বিবেচনায় সম্ভবত বিসিবি আকরাম খানকে রংপুরের সাথেই রেখে দিতে চাচ্ছে।

আজ সন্ধ্যায় বিসিবি সিইও’র মুখে সেই কথা। এনায়েত হোসেন সিরাজের শেষ মুহূর্তে রাজশাহী থেকে রংপুরের পরিচালক হওয়া আর আকরাম খানের পদশূন্য হয়ে পড়া নিয়ে প্রশ্ন করা হলে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন অনেক কথার ভিড়ে বুঝিয়ে দিয়েছেন, আকরাম খান রংপুরেই থাকবেন। এনায়েত হোসেন সিরাজের পাশে থেকেই কাজ করবেন। আর রাজশাহীতে নতুন পরিচালক নিয়োগ দেয়া হবে।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘দেখুন, সকালের প্রেস ব্রিফিংয়ের সাথে আমাদের কোন সম্পর্ক ছিল না। এটা টিমের বিষয় ছিল, তাদের টিমের স্পন্সরের বিষয় ছিল। টিম পরিচালকের যে ব্যাপারটা ছিল, আপনারা জানেন টিমের সাথে একজন করে পরিচালক ছিলেন, সেখানে একটা বিষয় চলে এসেছে যে একটা দলের স্পন্সর ছিল না। সেক্ষেত্রে একটি স্পন্সর দ্বায়িত্ব গ্রহণ করে আর বর্তমান যিনি আছেন তিনি তো থাকবেন। অবশ্যই তার সাথে পরিচালকও থাকবেন। যে দলে কেউ নেই সেই দলে আমরা একজনকে দিয়ে দিবো।’

আকরাম খান বলেছেন, পরিচালক পরিবর্তনের বিষয়টা তিনি জানেন না। বিসিবি জানে। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সুজন বলেন, ‘আমি আসলে জানি না আকরাম ভাই জানতেন কি না। আমাদের বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। দুইজন কিভাবে কোন দ্বায়িত্বে থাকবেন সেটা এখন বলতে পারছি না।’