Breaking Newsনির্বাচনসিলেট

সিসিক নির্বাচন: মেয়র প্রার্থীসহ বিএনপির ৪৩ নেতাকর্মী আজীবন বহিষ্কার

জনপদ ডেস্কঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অংশ নেয়ায় দলের ৪৩ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।

সোমবার (৫ জুন) দিবাগত রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

এদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী সালা উদ্দিন রিমন, ৩৮ জন কাউন্সিলর ও ৪ জন নারী কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, কারণ দর্শানো নোটিশে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এর আগে, দলের পক্ষ থেকে গত ৪ জুন রাতে ৪১ জনকে শোকজ নোটিশ দেয়া হয়। সে সময় ভুলবশত দুজনের নাম বাদ পড়ায় পরবর্তীকালে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। ওই নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়েছিল।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button