নির্বাচনসারাবাংলা

নিয়ামতপুরে উপজেলা নির্বাচনে ১৫ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নিয়ামতপুর-উপজেলায় ৩পদে মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

রবিবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমতিয়াজ মোরশেদ।

তিনি জানান, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। নিয়ামতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, সোহরাব হোসেন।

ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রায়হান কবির রাজু, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের সদস্য তুশিত কুমার, ভাবিচা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আফজাল হোসেন বুলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌফিক এলাহী চৌধুরী, ৪ নং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম।

মহিলা ভাইস চেয়ারম্যানে পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ৬ নং পাড়ইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমাতুজ জোহুরা , ৫ নং ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য স্বপ্না খাতুন, নাজনীন আরা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে, ভোটগ্রহণ হবে ২১ মে।

দেশের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট হবে আগামী ২১মে। এই ধাপে ১৬১ উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button