বরিশালসারাবাংলা

বরিশালে জরুরি সেবা ছাড়া সব যান চলাচলে নিষেধাজ্ঞা

জনপদ ডেস্কঃ করোনা সংক্রমণ এড়াতে আজ থেকে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ- বিএমপি।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে বরিশাল নগরীর রাস্তাঘাটগুলো প্রায় ফাঁকা ছিল। রাস্তায় কেউ বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। এর আগে মাইকিং করা হয়েছে এ নিয়ে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. রফিকুল ইসলাম জানান, জরুরি ওষুধ ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো কিছু সড়কে চলতে দেয়া হচ্ছে না।

ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

গতকাল এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

সেখানে উল্লেখ করা হয়, নগরীর এক এলাকা থেকে অন্য এলাকায়, এমনকি এক এলাকার মানুষকে অন্য এলাকায় বাজার করতে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে। করোনার সংক্রমণ এড়াতে নগরবাসীকে এ নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button