ধর্ম

বিশ্ব ইজতেমা; দ্রুত এগিয়ে চলছে ময়দানের প্রস্তুতি

জনপদ ডেস্ক: দ্রুত এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি। নির্ধারিত সময়ের পূর্বেই মুসল্লিদের জন্য প্রস্তুত হবে ময়দান। বিভিন্ন এলাকার মুসল্লিদের পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের লোকজন ময়দানে কাজ করছে প্রতিদিন।

আগামী ১০ জানুয়ারি শুক্রবার শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি। গতবারের ন্যায় এবারও প্রথম পর্বে মাওলানা জোবায়ের পন্থী মুসল্লিরা ময়দানে ইজতেমার আয়োজন করবে। এরপর দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমা আয়োজন করবে। ময়দানে আগত সব জেলার মুসল্লিরা ৮৪ খিত্তায় অবস্থান করবেন।

আজ দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, পুলিশের এডিসি ক্রাইম শাহাদত হোসেন, এসি আহসানুল হক , পশ্চিম থানার ওসি এমদাদুল হক, পূর্ব থানার ওসি কামাল হোসেন ও সিটি কর্পোরেশন এর কর্মকর্তাবৃন্দ।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান বলেন, আল্লাহর রহমতে আমরা সময়ের আগেই ইজতেমা ময়দানের সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারবো। এবারের ইজতেমা প্রতিবারের মতোই সফল হবে এবং ইজতেমা সফল করতে সরকারের পক্ষ থেকেও একমাস আগে থেকেই আমাদের সাথে যোগাযোগ রেখে দিক নির্দেশনা দিয়ে আসছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button