ক্রিকেটখেলাধুলা

চ্যালেঞ্জিং স্কোর সিলেটের চার্লস-মিঠুনের ব্যাটে

স্পোর্টস ডেস্কঃ দুর্দান্ত ইনিংস খেলে ফিরেছিলেন জনসন চার্লস। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে গিয়েছিল সিলেট থান্ডার। মাঝপথে সেটা পোক্ত করলেন মোহাম্মদ মিঠুন। শেষদিকে ফিনিশিং টাচ দিলেন শেরফান রাদারফোর্ড। তাতে চ্যালেঞ্জিং স্কোর পেলেন মোসাদ্দেক বাহিনী। ঢাকা প্লাটুনকে ১৭৫ রানের টার্গেট দিলেন তারা।

বঙ্গবন্ধু বিপিএলের ১৯তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক। ফলে আগে বোলিং শুরু করে মাশরাফি বিন মুর্তজার ঢাকা। শুরুতেই গেল ম্যাচের সেঞ্চুরিয়ান আন্দ্রে ফ্লেচারকে তুলে নিয়ে দলকে সাফল্য এনে দেন মেহেদী হাসান।

পরে জনসন চার্লসকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন আবদুল মজিদ। ক্রিজে সেট হয়ে যান তারা। এসময়ে রক্ষণাত্মক ছিলেন মজিদ। তবে খোলস ছেড়ে বের হতে গিয়ে ধরা খান তিনি। শহীদ আফ্রিদির বলে বিদান নেন এ ওপেনার।

খানিক বিরতি দিয়ে ফিরে যান টপঅর্ডারের দুই ব্যাটসম্যান। তবে থেকে যান চার্লস। ঢাকা বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। পথিমধ্যে আসরে দ্বিতীয় ফিফটি তুলে নেন এ ক্যারিবিয়ান। এরপরও তার ঝড় চলে। তাতে দ্রুতগতিতে ছোটে সিলেট।

তবে হঠাৎই থেমে যান চার্লস। তার তাণ্ডব থামান শাদাব খান। ফেরার আগে ৪৫ বলে ৮ ছক্কার বিপরীতে ৩ চারে ৭৩ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। চালর্সকে দারুণ সঙ্গ দিয়ে যাওয়া মোহাম্মদ মিঠুন এরপর হাল ধরেন। তবে তাকে সমর্থন জোগাতে পারেননি মোসাদ্দেক হোসেন। আফ্রিদির শিকার হয়ে ফেরেন তিনি।

পরে মিঠুনকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন শেরফান রাদারফোর্ড। শেষদিকে দুজনই ঝড় তোলেন। তাতে প্রত্যাশানুযায়ী সংগ্রহের পথে এগিয়ে যায় সিলেট। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলতে সক্ষম হয় তারা। ৩১ বলে ৪ ছক্কার বিপরীতে ১ চারে ৪৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে অপরাজিত থাকেন মিঠুন। আর ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রানের হার না মানা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রাদারফোর্ড। ঢাকার হয়ে আফ্রিদি নেন সর্বোচ্চ ২ উইকেট।

এ নিয়ে এবারের আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি সিলেট-ঢাকা। প্রথম দেখায় ‘চায়ের দেশকে’২৪ রানে হারায় রাজধানীর দলটি। ফলে ম্যাচটি সিলেটের জন্য প্রতিশোধের। অধিকন্তু প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে তাদের জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ।

৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে পয়েন্ট টেবিলের চারে রয়েছে ঢাকা। আর সমান সংখ্যক ম্যাচে ৪ হারের বিপরীতে ১ জয়ে ছয়ে রয়েছে সিলেট।

সিলেট থান্ডার্স একাদশ

আন্দ্রে ফ্লেচার, আবদুল মজিদ, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, শেরফান রাদারফোর্ড, এবাদত হোসেন, ক্রিসমার সান্তোকি ও নাজমুল ইসলাম অপু।

ঢাকা প্লাটুন একাদশ তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, আসিফ আলি, জাকের আলি, মুমিনুল হক, শহীদ আফ্রিদি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও হাসান মাহমুদ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button