ক্যাম্পাসরাজশাহীসারাবাংলা

তিন রোভারের পায়ে হেঁটে ১৫০ কি.মি পরিভ্রমণ

রাজশাহী প্রতিনিধি: প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের উদ্দেশ্যে “গাছ লাগান পরিবেশ বাঁচান,বাল্যবিবাহ রোধ করি, মাদক কে না বলি “স্লোগানে রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার শিমুল হোসাইন ও রোভার ফাইরুল ইসলাম এবং রাজশাহী পলিটেকনিক এর রোভার উৎসব গোস্বামী।

পাঁয়ে হেটে দেশ সেরা রাজশাহী কলেজ প্রশাসনিক ভবন হতে, পুটিয়া উপজেলা,নাটোর, সিংড়া উপজেলা, নন্দিগ্রাম উপজেলা,বগুড়া,শিবগঞ্জ উপজেলা,

কালাই উপজেলা হয়ে জয়পুরহাট সরকারি কলেজ পর্যন্ত ৫ দিনে ১৫০ কিলোমিটার অতিক্রম করার প্রথম দিনের অানুষ্ঠানিক ভাবে শুরু হয়।

তাঁরা প্রথম দিন শেষে নাটোর সার্কিট হাউসম্যান এ রাত্রিযাপন করবেন এবং দ্বিতীয় দিনে নন্দিগ্রামের উদ্দেশ্য যাত্রা শুরু করবেন।

প্রথম দিন পরিভ্রমণে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জনাব প্রফেসর আব্দুল খালেক (উডব্যাজার)-উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ,

রাজশাহী আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড.ইলিয়াস উদ্দিন ( উডব্যাজার)-কমিশনার,বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলা রোভার, জনাব তরিকুল ইসলাম আনসারী-ডি.আর.এস.এল,বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলা রোভার,

নুসরাত জাহান রানী-প্রেসিডেন্ট’স রোভার স্কাউট,বাংলাদেশ স্কাউটস ও জাহাঙ্গীর হোসেন-সভাপতি,ক্রু কাউন্সিল, রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button