ঢাকারাজনীতিসারাবাংলা

চাঁদাবাজি বন্ধ হলে বৈধভাবে ট্যাক্স দিতেও আগ্রহী হকাররা

ঢাকা প্রতিনিধিঃ চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা করার সুযোগ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে হকার্স শ্রমিক আন্দোলন। চাঁদাবাজি বন্ধ হলে প্রয়োজনে বৈধভাবে ট্যাক্স দিতেও আগ্রহী হকাররা।

আজ শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে হকারদের ওপর জুলুম নির্যাতন বন্ধ এবং হকার উচ্ছেদের প্রতিবাদে হকার্স শ্রমিক আন্দোলন আয়োজিত হকার্স প্রতিনিধি সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান বলেন, দুর্নীতিবাজ কর্তৃপক্ষের মাধ্যমে হকারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হলে হকারদের ঐক্যবদ্ধ হতে হবে।

ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম কবির বলেন, একজন মানুষের অন্য পথে উপার্জনের পথ যখন বন্ধ হয়ে যায় তখনই তারা হকারির মতো পেশা বেছে নেয়। এ অবস্থায় তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে তাদের অপরাধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। চাঁদাবাজি বন্ধ হলে হকাররা প্রয়োজনে বৈধভাবে ট্যাক্স দেবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে হকার নেতারা জানান, দৈনিক, সাপ্তাহিক ও এককালীন বিভিন্নভাবে হকারদের চাঁদা দিতে বাধ্য করা হয়। এমনকি সারাদিনে ৭০০ টাকা বিক্রয় করেও ৩০০ টাকা চাঁদা দিতে হয়। এ অবস্থা থেকে মুক্তি চান তারা।

হকার্স শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আরও উপস্থিত ছিলেন সংগঠনের দফতর সম্পাদক শাহ জামাল উদ্দীন, ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকী, বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জুয়েল প্রমুখ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button