ক্যারিয়ার

১০৮৬১ জনকে চাকরি দেবে মহিলাবিষয়ক অধিদফতর

ক্যারিয়ার ডেস্কঃ সরকারি প্রতিষ্ঠানে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য সুখবর। নিয়োগ দেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদফতর। ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পে অস্থায়ী এ নিয়োগ দেয়া হবে। এ লক্ষ্যে দরখাস্ত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও বেতন

১) পদের নাম: জেন্ডার প্রমোটার

পদ সংখ্যা: ১০৯৫টি

বেতন (দৈনিক): ১,০০০/ টাকা। (সপ্তাহে ২ দিন)
২) পদের নাম: সংগীত শিক্ষক

পদ সংখ্যা: ৪,৮৮৩টি (প্রতি ইউনিয়নে ১ জন)

বেতন (দৈনিক): ৫০০/ টাকা। (সপ্তাহে ১ দিন)
৩) পদের নাম: আবৃত্তি শিক্ষক

পদ সংখ্যা: ৪,৮৮৩টি (প্রতি ইউনিয়নে ১ জন)

বেতন (দৈনিক): ৫০০/ টাকা। (সপ্তাহে ১ দিন)
আবেদন যেভাবে

প্রার্থীকে আগামী ২৩ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করতে হবে। অস্থায়ী ভিত্তিতে এসব নিয়োগ দেয়া হবে। প্রকল্প চলাকালীন চাকরির মেয়াদ।

সূত্র যুগান্তর

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button