রাজশাহী , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

মতিহার থানা পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ

  • আপডেটের সময় : ০৭:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • ১ টাইম ভিউ
Adds Banner_2024

নিজস্ব প্রতিবেদক: পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে বাঁচতে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রবিবার (২৬ মে) বিকেলে একটি সাংবাদিক সংগঠনের কার্যালয়ে এর আয়োজন করা হয়।

এ সময় তারা অভিযোগ করে বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার এসআই সুনিরাম মুরমু ও এসআই আব্দুল রউফ গত কয়েকদিন থেকে মতিহার থানাধীন মিজানের মোড় নদীর ধার এলাকায় সুমন স্টোরের মালিক সুমন আলীকে ভয় ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। সুমনের পরিবারের অভিযোগ, তাদের চাহিদামতো টাকা দিতে না পাড়ায় সুমন আলীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

Trulli

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুমনের ছোট বোন ও শ্যামপুর (চরপাড়া) এলাকার আকবর আলীর মেয়ে সুমাইয়া।

তিনি বলেন, গত ২৫ মে রাত্রী ১০টা ৫০মিনিটের সময় মতিহার থানা এলাকার তালাইমারী (পাওয়ার হাউজপাড়া) এলাকা থেকে এক মহিলা মাদকব্যবসায়ীকে মাদকসহ আটক করে মতিহার থানা পুলিশ। সেই মামলায় পলাতক হিসেবে ব্যবসায়ী সুমনকে দেখিয়ে মামলা করেছেন। মামলায় যে সময় উল্লেখ আছে সে সময়ে সুমন তার দোকানে ছিলো যার সি সি টিভি ফুটেজ ভুক্তভোগীদের কাছে সংরক্ষিত আছে বলেও জানান তিনি। অভিযুক্ত পুলিশ সদস্যদের চাওয়া অর্থ দিতে না চাওয়ার কারনে আজ ব্যবসায়ী সুমনের নামে এমন মিথ্যা মামলা দিয়েছে এই পুলিশ সদস্যরা বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে।

সুমনের মা বলেন, আপনাদের সংবাদ মাধ্যমে আমার সন্তানের নামে হওয়া মিথ্যা মামলাটি সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। তিনি বলেন, সুমন নিরপরাধ তাকে কৌশলে ফাঁসানো হয়েছে। আমরা জানি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একজন ভালো মানুষ। আমি তার কাছে আমার সন্তানের নামে হওয়া মিথ্যা মামলা তদন্ত পূর্বক প্রত্যাহারসহ মতিহার থানার এসআই সুনিরাম মুরমু ও এসআই আব্দুল রউফ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে সুমনের পিতা আকবর আলী, মাতা নুরবানু বেগম ও তার ছেলে, মেয়ে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মতিহার থানার এসআই সুনিরাম মুরমুকে ফোন দিলে তিনি থানায় গিয়ে কথা বলার জন্য বলেন এবং ফোনে কোন কথা বলবে না বলে ফোন কেটে দেয়।

এছাড়াও মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: মোবারক পারভেজ বলেন, তাদের কাছে যদি সে-রকম কোন সিসিটিভি ফুটেজ থাকে তাহলে এ ঘটনার সঠিক তদন্ত হবে।

Adds Banner_2024

মতিহার থানা পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ

আপডেটের সময় : ০৭:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে বাঁচতে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রবিবার (২৬ মে) বিকেলে একটি সাংবাদিক সংগঠনের কার্যালয়ে এর আয়োজন করা হয়।

এ সময় তারা অভিযোগ করে বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার এসআই সুনিরাম মুরমু ও এসআই আব্দুল রউফ গত কয়েকদিন থেকে মতিহার থানাধীন মিজানের মোড় নদীর ধার এলাকায় সুমন স্টোরের মালিক সুমন আলীকে ভয় ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। সুমনের পরিবারের অভিযোগ, তাদের চাহিদামতো টাকা দিতে না পাড়ায় সুমন আলীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

Trulli

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুমনের ছোট বোন ও শ্যামপুর (চরপাড়া) এলাকার আকবর আলীর মেয়ে সুমাইয়া।

তিনি বলেন, গত ২৫ মে রাত্রী ১০টা ৫০মিনিটের সময় মতিহার থানা এলাকার তালাইমারী (পাওয়ার হাউজপাড়া) এলাকা থেকে এক মহিলা মাদকব্যবসায়ীকে মাদকসহ আটক করে মতিহার থানা পুলিশ। সেই মামলায় পলাতক হিসেবে ব্যবসায়ী সুমনকে দেখিয়ে মামলা করেছেন। মামলায় যে সময় উল্লেখ আছে সে সময়ে সুমন তার দোকানে ছিলো যার সি সি টিভি ফুটেজ ভুক্তভোগীদের কাছে সংরক্ষিত আছে বলেও জানান তিনি। অভিযুক্ত পুলিশ সদস্যদের চাওয়া অর্থ দিতে না চাওয়ার কারনে আজ ব্যবসায়ী সুমনের নামে এমন মিথ্যা মামলা দিয়েছে এই পুলিশ সদস্যরা বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে।

সুমনের মা বলেন, আপনাদের সংবাদ মাধ্যমে আমার সন্তানের নামে হওয়া মিথ্যা মামলাটি সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। তিনি বলেন, সুমন নিরপরাধ তাকে কৌশলে ফাঁসানো হয়েছে। আমরা জানি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একজন ভালো মানুষ। আমি তার কাছে আমার সন্তানের নামে হওয়া মিথ্যা মামলা তদন্ত পূর্বক প্রত্যাহারসহ মতিহার থানার এসআই সুনিরাম মুরমু ও এসআই আব্দুল রউফ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে সুমনের পিতা আকবর আলী, মাতা নুরবানু বেগম ও তার ছেলে, মেয়ে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মতিহার থানার এসআই সুনিরাম মুরমুকে ফোন দিলে তিনি থানায় গিয়ে কথা বলার জন্য বলেন এবং ফোনে কোন কথা বলবে না বলে ফোন কেটে দেয়।

এছাড়াও মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: মোবারক পারভেজ বলেন, তাদের কাছে যদি সে-রকম কোন সিসিটিভি ফুটেজ থাকে তাহলে এ ঘটনার সঠিক তদন্ত হবে।