রাজশাহী , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

দীর্ঘদিন প্রস্তুতি নিতে হয়েছে

  • আপডেটের সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • ১ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্কঃ চিত্রনায়িকা অধরা খান। পারিবারিক ব্যবসার কারণে বছরজুড়েই দেশের বাইরে থাকতে হয় তাকে। এবার সব ব্যস্ততা ফেলে লাইট-ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। নাম লিখিয়েছেন নতুন সিনেমায়। শিরোনাম ‘ঋতুকামিনী’। পরিচালনা করছেন জাহীদ হোসেন।

এ মুহূর্তে সিনেমার শুটিংয়ে ঢাকার বাইরে রয়েছেন অধরা। করছেন টানা শুটিং। সেখান থেকেই কালবেলাকে এই চিত্রনায়িকা জানান, ‘সিনেমার টানা ৮ দিনের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। আরও ১০ দিন চলবে। আমার বিপরীতে অভিনয় করছেন আবদুন নূর সজল। এ ছাড়া আরও আছেন ফজলুর রহমান বাবু ভাই, দীপা খন্দকার ও রুনা খান। দর্শক আমাকে নতুন একটি চরিত্রে দেখবেন। গল্পটি অসম্ভব সুন্দর। আশা করছি, সবার কাছ থেকে কাজটির মাধ্যমে ভালো সাড়া পাব।’

Trulli

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অধরা বলেন, দীর্ঘদিন ধরেই আমাকে সিনেমাটির জন্য প্রস্তুতি নিতে হয়েছে। কারণ পরিচালক চাইছিলেন আমাকে কম গ্ল্যামারাস লাগুক। চরিত্রটি ঠিক তেমনই। আমার আগের সিনেমাগুলোর চেয়ে এটি ভিন্ন। এমন চরিত্রে আসলে আমাকে দর্শক আগে কখনো দেখেননি। শুটিং শুরু আগে থেকে আমাকে মানসিকভাবে অনেক আগে থেকে ভাবতে হয়েছে। এই সিনেমায় একজন অভিনেত্রী হিসেবে দর্শক আমাকে দেখতে পাবেন।

এই নায়িকার নায়ক, মাতাল, পাগলের মতো ভালোবাসি, সুলতানপুর সিনেমাগুলো মুক্তি পেয়েছে। অধরা খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’।

Adds Banner_2024

দীর্ঘদিন প্রস্তুতি নিতে হয়েছে

আপডেটের সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

জনপদ ডেস্কঃ চিত্রনায়িকা অধরা খান। পারিবারিক ব্যবসার কারণে বছরজুড়েই দেশের বাইরে থাকতে হয় তাকে। এবার সব ব্যস্ততা ফেলে লাইট-ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। নাম লিখিয়েছেন নতুন সিনেমায়। শিরোনাম ‘ঋতুকামিনী’। পরিচালনা করছেন জাহীদ হোসেন।

এ মুহূর্তে সিনেমার শুটিংয়ে ঢাকার বাইরে রয়েছেন অধরা। করছেন টানা শুটিং। সেখান থেকেই কালবেলাকে এই চিত্রনায়িকা জানান, ‘সিনেমার টানা ৮ দিনের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। আরও ১০ দিন চলবে। আমার বিপরীতে অভিনয় করছেন আবদুন নূর সজল। এ ছাড়া আরও আছেন ফজলুর রহমান বাবু ভাই, দীপা খন্দকার ও রুনা খান। দর্শক আমাকে নতুন একটি চরিত্রে দেখবেন। গল্পটি অসম্ভব সুন্দর। আশা করছি, সবার কাছ থেকে কাজটির মাধ্যমে ভালো সাড়া পাব।’

Trulli

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অধরা বলেন, দীর্ঘদিন ধরেই আমাকে সিনেমাটির জন্য প্রস্তুতি নিতে হয়েছে। কারণ পরিচালক চাইছিলেন আমাকে কম গ্ল্যামারাস লাগুক। চরিত্রটি ঠিক তেমনই। আমার আগের সিনেমাগুলোর চেয়ে এটি ভিন্ন। এমন চরিত্রে আসলে আমাকে দর্শক আগে কখনো দেখেননি। শুটিং শুরু আগে থেকে আমাকে মানসিকভাবে অনেক আগে থেকে ভাবতে হয়েছে। এই সিনেমায় একজন অভিনেত্রী হিসেবে দর্শক আমাকে দেখতে পাবেন।

এই নায়িকার নায়ক, মাতাল, পাগলের মতো ভালোবাসি, সুলতানপুর সিনেমাগুলো মুক্তি পেয়েছে। অধরা খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’।