রাজশাহী , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

আচমকা ন্যাড়া হলেন রুক্মিণী

  • আপডেটের সময় : ০১:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ২ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন রুক্মিণী মৈত্র। বক্স অফিস হিট একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সুন্দর চুলের জন্য তিনি জনপ্রিয়। তবে হঠাৎ করেই রুক্মিণী দেখা দিলেন ভিন্ন ভাবে। বৃহস্পতিবার (২৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, সেই থেকে তাকে নিয়ে চলছে আলোচনা। মূলত ছবিগুলোতে চুল নেই অভিনেত্রীর। অসুস্থতার কারণে অনেক তারকারা মাথাভর্তি চুল কেটে একেবারে ফেলে দিয়েছেন আর অনেকেই ফ্যাশন হিসেবে টাক হয়েছেন।

রুক্মিণী মৈত্রের টাক হওয়ার কারণ নিয়েই আলোচনা চলছে। অভিনেত্রীও জানিয়েছেন নিজের এই বেশের কারণ। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, জিতের সঙ্গে ‘বুমেরাং’ সিনেমায় জুটি বেঁধেছেন রুক্মিণী। এই সিনেমাটির জন্য রুক্মিণীর এই দশা। এতে তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। সিনেমাটির ট্রেলার আসবে আজ আর তার আগেই ন্যাড়া মাথায় সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়তে এমন এক চমক দিলেন রুক্মিণী।

Trulli

শৌভিক কুণ্ডু পরিচালিত ‘বুমেরাং’ সিনেমায় রুক্মিণীকে দেখা যাবে ন্যাড়া মাথায়। এমনিতেই সিনেমার নায়িকাদের প্রতি দর্শকদের টান তৈরি হয় মসৃণ চকচকে ত্বক, স্টাইলিশ অবতার, এক ঢাল চুলের কারণে। সেখানে ন্যাড়া মাথায় পর্দায় আসা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ।

রুক্মিণী জানান, ন্যাড়া মাথার ব্যাপারটা আগে ছিল না চিত্রনাত্রে তবে শ্যুটের মাঝেই একদিন শৌভিকের কাছ থেকে এই প্রস্তাবটা আসে। যা হতচকিত করে দিয়েছিল অভিনেত্রীকে। ভারতীয় সংবাদ মাধ্যমে রুক্মিণী বলেন, একদিন শৌভিক এসে আমাকে এই প্রস্তাবটা দিল। আমি শুনে অবাক হয়ে পালটা প্রশ্ন করলাম, ‘মেইনস্ট্রিম নায়িকাকে তোমরা ন্যাড়া দেখাবে? আমি বরাবরই, আউট অফ দ্য বক্স কিছু করতে ভালোবাসি। তাই তখনই রাজি হয়ে যাই।

ব্যুমেরাং-এ রুক্মিণী একটি চরিত্র সাধারণ মেয়ের, অন্যটি এক রোবটের। আর এই রোবটের চরিত্রের জন্যই ন্যাড়া মাথা। মেকআপ নিতে প্রত্যেকদিন ৩ ঘণ্টা সময় লেগে যেত। তবে টাক মাথা কোনোভাবেই প্রভাব ফেলতে পারেনি রুক্মিণীর আত্মবিশ্বাসে।

Adds Banner_2024

আচমকা ন্যাড়া হলেন রুক্মিণী

আপডেটের সময় : ০১:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

জনপদ ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন রুক্মিণী মৈত্র। বক্স অফিস হিট একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সুন্দর চুলের জন্য তিনি জনপ্রিয়। তবে হঠাৎ করেই রুক্মিণী দেখা দিলেন ভিন্ন ভাবে। বৃহস্পতিবার (২৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, সেই থেকে তাকে নিয়ে চলছে আলোচনা। মূলত ছবিগুলোতে চুল নেই অভিনেত্রীর। অসুস্থতার কারণে অনেক তারকারা মাথাভর্তি চুল কেটে একেবারে ফেলে দিয়েছেন আর অনেকেই ফ্যাশন হিসেবে টাক হয়েছেন।

রুক্মিণী মৈত্রের টাক হওয়ার কারণ নিয়েই আলোচনা চলছে। অভিনেত্রীও জানিয়েছেন নিজের এই বেশের কারণ। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, জিতের সঙ্গে ‘বুমেরাং’ সিনেমায় জুটি বেঁধেছেন রুক্মিণী। এই সিনেমাটির জন্য রুক্মিণীর এই দশা। এতে তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। সিনেমাটির ট্রেলার আসবে আজ আর তার আগেই ন্যাড়া মাথায় সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়তে এমন এক চমক দিলেন রুক্মিণী।

Trulli

শৌভিক কুণ্ডু পরিচালিত ‘বুমেরাং’ সিনেমায় রুক্মিণীকে দেখা যাবে ন্যাড়া মাথায়। এমনিতেই সিনেমার নায়িকাদের প্রতি দর্শকদের টান তৈরি হয় মসৃণ চকচকে ত্বক, স্টাইলিশ অবতার, এক ঢাল চুলের কারণে। সেখানে ন্যাড়া মাথায় পর্দায় আসা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ।

রুক্মিণী জানান, ন্যাড়া মাথার ব্যাপারটা আগে ছিল না চিত্রনাত্রে তবে শ্যুটের মাঝেই একদিন শৌভিকের কাছ থেকে এই প্রস্তাবটা আসে। যা হতচকিত করে দিয়েছিল অভিনেত্রীকে। ভারতীয় সংবাদ মাধ্যমে রুক্মিণী বলেন, একদিন শৌভিক এসে আমাকে এই প্রস্তাবটা দিল। আমি শুনে অবাক হয়ে পালটা প্রশ্ন করলাম, ‘মেইনস্ট্রিম নায়িকাকে তোমরা ন্যাড়া দেখাবে? আমি বরাবরই, আউট অফ দ্য বক্স কিছু করতে ভালোবাসি। তাই তখনই রাজি হয়ে যাই।

ব্যুমেরাং-এ রুক্মিণী একটি চরিত্র সাধারণ মেয়ের, অন্যটি এক রোবটের। আর এই রোবটের চরিত্রের জন্যই ন্যাড়া মাথা। মেকআপ নিতে প্রত্যেকদিন ৩ ঘণ্টা সময় লেগে যেত। তবে টাক মাথা কোনোভাবেই প্রভাব ফেলতে পারেনি রুক্মিণীর আত্মবিশ্বাসে।