রাজশাহী , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

মুক্তিযুদ্ধের অজস্র স্মৃতি ধারণ করছে রাবির সংগ্রহশালা

  • আপডেটের সময় : ১২:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ০ টাইম ভিউ
Adds Banner_2024

সাজ্জাদ হোসেন সজিব, রাবি: বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর শহীদ স্মৃতি সংগ্রহশালা। মহান মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাসের সাথে জড়িত দুর্লভ বস্তু সংরক্ষণের লক্ষ্যে ১৯৭৬ সালের ৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠে দেশের সর্বপ্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সংগ্রহশালাটি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই ব্যতিক্রমী এই সংগ্রহশালাটির অবস্থান। এতে মোট তিনটি গ্যালারি আছে। প্রতিটিই গ্যালারি আলাদাভাবে মুক্তিযুদ্ধের নানা স্মৃতি দিয়ে সাজানো। স্বাধীনতা যুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারীদের অসামান্য অবদানকে সুন্দর করে সাজানো হয়েছে এতে। ১৯৯০ সালের ২১ ফেব্রুয়ারি গ্যালারি তিনটি উদ্বোধন করা হয়।

সংগ্রহশালা ঘুরে দেখা যায়, এর বাইরে বসানো আছে মুক্তিযুদ্ধের সময়কার পাক হানাদার বাহিনির একটি গাড়ি। এই গাড়ি করেই বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, বুদ্ধিজীবী, ছাত্রসহ নারী পুরুষদের তুলে এনে নির্যাতন চালানো হতো। আর এর পাশেই আছে শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চ। সেখানে প্রায়ই মঞ্চায়িত হয় নাটক, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

Trulli

মুক্তিযুদ্ধভিত্তিক এই জাদুঘরটিতে প্রবেশ করেই হাতের ডানদিকে চোখে পড়বে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি ও ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সংগৃহিত আছে ওয়ারলেসের মাধ্যমে পাঠানো এই বার্তাটি। আর হাতের বামদিকে জ্বলজ্বল করছে শহীদ এ এইচ এম কামারুজ্জামান, শহীদ ড. শামসুজ্জোহা ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের চিত্র।

সংগ্রহশালার প্রথম গ্যালারিটিতে সংরক্ষিত আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার বিভিন্ন গবেষণাপুস্তক, টাই, প্যান্ট, কোটসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন ও ব্যবহৃত জিনিসপত্র। রয়েছে ভাষা শহীদদের ছবি, মুক্তিযুদ্ধকালীন নিরীহ বাঙালিদের উপর পাকিস্তানিদের নৃশংস নির্যাতনের ছবি, দেশের প্রথম ডাকটিকিট ও ডাকটিকিটে বঙ্গবন্ধু। এছাড়াও গ্যালারিটিতে রয়েছে বিছানার চাদর ও মায়ের ব্লাউজ কেটে বানানো রাজশাহীতে উত্তোলিত প্রথম জাতীয় পতাকা এবং রাজশাহীর প্রথম শহীদ মিনারটির ছবি।

দ্বিতীয় গ্যালারিটিতে দেখা যায়, শহীদ অধ্যাপক মীর আব্দুল কাইয়ূম ও অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দারসহ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিবিজরিত কিছু জিনিসপত্র, ভাস্কর্য এবং দেশের সাতজন বীরশ্রেষ্ঠের ছবি। এছাড়াও দেশের সকল সেক্টর কমান্ডারদের ছবি, জাতীয় চার নেতার ছবি, মুক্তিযুদ্ধকালীন কিছু সংবাদপত্রের কাটিংসহ বেশকিছু দলিল দস্তাবেজ রয়েছে এই গ্যালারিটিতে।

তৃতীয় গ্যালারিটি দেখলেই গা শিউরে উঠবে যে কারও। এখানে রয়েছে শহীদ শামসুজ্জোহা হলের পাশের গণকবরসহ আশেপাশের বেশকিছু গণকবর থেকে উদ্ধারকৃত অসংখ্য শহীদের মাথার খুলি ও হাড়গোড়। যা দেখলেই চোখের সামনে ভেসে ওঠে ৭১ এর গণহত্যার সেই নির্মম চিত্র। রয়েছে পাক হানাদার বাহিনির ব্যবহৃত সামরিক ব্যাগ, হেলমেট, সামরিক বেল্ট, মগ, গুলির বাক্স ও ছুরিসহ নানান সরঞ্জামাদি। আরও রয়েছে রাবি ছাত্রনেতা শহীদ শাহজাহান সিরাজের রক্তমাখা পোশাক, পাকিস্তানি আমলের টাকা, শিল্পী আবু তাহের বাবু অঙ্কিত তৈলচিত্র ‘বর্বরতার ছাপ’।

এছাড়াও তৃতীয় গ্যালারিটির একটি বিশেষ অংশজুড়ে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ফটোগ্রাফ, স্মৃতিতে বঙ্গবন্ধু ও তার বংশ পরিচয়, পাকিস্তানিদের আত্মসমর্পণ ও আমাদের বিজয়ের চিত্র। জাদুঘরটির তিনটি গ্যালারি ছাড়াও রয়েছে একটি বঙ্গবন্ধু কর্নার। রয়েছে সর্বকনিষ্ট বীরপ্রতীক শহীদুল ইসলাম লালু, বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক উইলিয়াম এ. এস ওডারল্যান্ড, তিন নারী বীরপ্রতীক কাকন বিবি, ডা. সেতারা বেগম ও তারামন বিবির ছবি।

এছাড়াও শহীদ স্মৃতি সংগ্রহশালার এই গ্যালারিগুলোতে শোভা পাচ্ছে ভাষা আন্দোলন, ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান, দুর্লভ স্থিরচিত্র, আলোকচিত্র, প্রতিকৃতি, শিল্পকর্ম, ভাস্কর্য, পোশাক, ডায়েরিসহ মুক্তিযুদ্ধের শহীদদের নানান স্মৃতি।

সংগ্রহশালা সূত্রে জানা যায়, জাদুঘরটির আয়তন ছয় হাজার ছয়’শ বর্গফুট। সংগ্রহশালায় আলোকচিত্র রয়েছে ২৭৯টি, প্রতিকৃতি ৪২টি, কোলাজ ২টি, শিল্পকর্ম ২৮টি, পোশাক ও অন্যান্য বস্তু ১৬২টি, ভাস্কর্য ১০টি, ডায়েরি ও অন্যান্য পাণ্ডুলিপি ৪৯টি এবং বাঁধাইকৃত আলোকচিত্র রয়েছে ২২টি। সংগ্রহশালাটি রক্ষণাবেক্ষণের জন্য ১ জন কিউরেটর, ৩ জন কর্মকর্তা, ২৫ জন সাধারণ কর্মচারী, ৩ জন নিরাপত্তা প্রহরী রয়েছেন।

সংগ্রহশালা পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী খালিদ হাচান বাংলার জনপদকে বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক যেসকল স্থাপনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত হতে পারে তার মধ্যে অন্যতম শহীদ স্মৃতি সংগ্রহশালা। এখানে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন নিদর্শন স্থান পেয়েছে যেগুলি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করে। এখানকার শহীদদের মাথার খুলি এবং হাঁড়গোড় খুবই হৃদয়স্পর্শী। এগুলি দেখে ধারণা করা যায়, কী পরিমাণ গণহত্যা পাকিস্তানিরা এই অঞ্চলে চালিয়েছিলো। এখানে যদি কেউ যায় এবং গ্যালারীগুলো ঘুরে দেখে তবে সে মুহূর্তেই একাত্তরের বিভীষিকাময় দিনগুলোকে অনুধাবন করতে পারবে।

সংগ্রহশালার কিউরেটর মো. সফিকুল ইসলাম বাংলার জনপদকে বলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের যেসকল ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এই সংগ্রহশালা ১৯৭৬ সালে পদযাত্রা শুরু করে। পরবর্তীতে ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনের নিদর্শন এখানে সংরক্ষণ করা হয়েছে। এ পর্যন্ত সংগ্রহশালাটিতে প্রায় সাতশত থেকে আটশত নিদর্শন সংগ্রহ করা হয়েছে। এখানে এসে দর্শনার্থীরা মুক্তিযুদ্ধের ভয়াবহতা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। দেশ ও বিদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও রাজনীতিবিদ সংগ্রহশালা পরিদর্শনে আসেন এবং যে সব বীর সন্তানের আত্মত্যাগে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানান। সংগ্রহশালার মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে বর্তমান প্রজন্ম জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

Adds Banner_2024

মুক্তিযুদ্ধের অজস্র স্মৃতি ধারণ করছে রাবির সংগ্রহশালা

আপডেটের সময় : ১২:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

সাজ্জাদ হোসেন সজিব, রাবি: বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর শহীদ স্মৃতি সংগ্রহশালা। মহান মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাসের সাথে জড়িত দুর্লভ বস্তু সংরক্ষণের লক্ষ্যে ১৯৭৬ সালের ৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠে দেশের সর্বপ্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সংগ্রহশালাটি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই ব্যতিক্রমী এই সংগ্রহশালাটির অবস্থান। এতে মোট তিনটি গ্যালারি আছে। প্রতিটিই গ্যালারি আলাদাভাবে মুক্তিযুদ্ধের নানা স্মৃতি দিয়ে সাজানো। স্বাধীনতা যুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারীদের অসামান্য অবদানকে সুন্দর করে সাজানো হয়েছে এতে। ১৯৯০ সালের ২১ ফেব্রুয়ারি গ্যালারি তিনটি উদ্বোধন করা হয়।

সংগ্রহশালা ঘুরে দেখা যায়, এর বাইরে বসানো আছে মুক্তিযুদ্ধের সময়কার পাক হানাদার বাহিনির একটি গাড়ি। এই গাড়ি করেই বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, বুদ্ধিজীবী, ছাত্রসহ নারী পুরুষদের তুলে এনে নির্যাতন চালানো হতো। আর এর পাশেই আছে শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চ। সেখানে প্রায়ই মঞ্চায়িত হয় নাটক, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

Trulli

মুক্তিযুদ্ধভিত্তিক এই জাদুঘরটিতে প্রবেশ করেই হাতের ডানদিকে চোখে পড়বে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি ও ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সংগৃহিত আছে ওয়ারলেসের মাধ্যমে পাঠানো এই বার্তাটি। আর হাতের বামদিকে জ্বলজ্বল করছে শহীদ এ এইচ এম কামারুজ্জামান, শহীদ ড. শামসুজ্জোহা ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের চিত্র।

সংগ্রহশালার প্রথম গ্যালারিটিতে সংরক্ষিত আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার বিভিন্ন গবেষণাপুস্তক, টাই, প্যান্ট, কোটসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন ও ব্যবহৃত জিনিসপত্র। রয়েছে ভাষা শহীদদের ছবি, মুক্তিযুদ্ধকালীন নিরীহ বাঙালিদের উপর পাকিস্তানিদের নৃশংস নির্যাতনের ছবি, দেশের প্রথম ডাকটিকিট ও ডাকটিকিটে বঙ্গবন্ধু। এছাড়াও গ্যালারিটিতে রয়েছে বিছানার চাদর ও মায়ের ব্লাউজ কেটে বানানো রাজশাহীতে উত্তোলিত প্রথম জাতীয় পতাকা এবং রাজশাহীর প্রথম শহীদ মিনারটির ছবি।

দ্বিতীয় গ্যালারিটিতে দেখা যায়, শহীদ অধ্যাপক মীর আব্দুল কাইয়ূম ও অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দারসহ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিবিজরিত কিছু জিনিসপত্র, ভাস্কর্য এবং দেশের সাতজন বীরশ্রেষ্ঠের ছবি। এছাড়াও দেশের সকল সেক্টর কমান্ডারদের ছবি, জাতীয় চার নেতার ছবি, মুক্তিযুদ্ধকালীন কিছু সংবাদপত্রের কাটিংসহ বেশকিছু দলিল দস্তাবেজ রয়েছে এই গ্যালারিটিতে।

তৃতীয় গ্যালারিটি দেখলেই গা শিউরে উঠবে যে কারও। এখানে রয়েছে শহীদ শামসুজ্জোহা হলের পাশের গণকবরসহ আশেপাশের বেশকিছু গণকবর থেকে উদ্ধারকৃত অসংখ্য শহীদের মাথার খুলি ও হাড়গোড়। যা দেখলেই চোখের সামনে ভেসে ওঠে ৭১ এর গণহত্যার সেই নির্মম চিত্র। রয়েছে পাক হানাদার বাহিনির ব্যবহৃত সামরিক ব্যাগ, হেলমেট, সামরিক বেল্ট, মগ, গুলির বাক্স ও ছুরিসহ নানান সরঞ্জামাদি। আরও রয়েছে রাবি ছাত্রনেতা শহীদ শাহজাহান সিরাজের রক্তমাখা পোশাক, পাকিস্তানি আমলের টাকা, শিল্পী আবু তাহের বাবু অঙ্কিত তৈলচিত্র ‘বর্বরতার ছাপ’।

এছাড়াও তৃতীয় গ্যালারিটির একটি বিশেষ অংশজুড়ে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ফটোগ্রাফ, স্মৃতিতে বঙ্গবন্ধু ও তার বংশ পরিচয়, পাকিস্তানিদের আত্মসমর্পণ ও আমাদের বিজয়ের চিত্র। জাদুঘরটির তিনটি গ্যালারি ছাড়াও রয়েছে একটি বঙ্গবন্ধু কর্নার। রয়েছে সর্বকনিষ্ট বীরপ্রতীক শহীদুল ইসলাম লালু, বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক উইলিয়াম এ. এস ওডারল্যান্ড, তিন নারী বীরপ্রতীক কাকন বিবি, ডা. সেতারা বেগম ও তারামন বিবির ছবি।

এছাড়াও শহীদ স্মৃতি সংগ্রহশালার এই গ্যালারিগুলোতে শোভা পাচ্ছে ভাষা আন্দোলন, ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান, দুর্লভ স্থিরচিত্র, আলোকচিত্র, প্রতিকৃতি, শিল্পকর্ম, ভাস্কর্য, পোশাক, ডায়েরিসহ মুক্তিযুদ্ধের শহীদদের নানান স্মৃতি।

সংগ্রহশালা সূত্রে জানা যায়, জাদুঘরটির আয়তন ছয় হাজার ছয়’শ বর্গফুট। সংগ্রহশালায় আলোকচিত্র রয়েছে ২৭৯টি, প্রতিকৃতি ৪২টি, কোলাজ ২টি, শিল্পকর্ম ২৮টি, পোশাক ও অন্যান্য বস্তু ১৬২টি, ভাস্কর্য ১০টি, ডায়েরি ও অন্যান্য পাণ্ডুলিপি ৪৯টি এবং বাঁধাইকৃত আলোকচিত্র রয়েছে ২২টি। সংগ্রহশালাটি রক্ষণাবেক্ষণের জন্য ১ জন কিউরেটর, ৩ জন কর্মকর্তা, ২৫ জন সাধারণ কর্মচারী, ৩ জন নিরাপত্তা প্রহরী রয়েছেন।

সংগ্রহশালা পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী খালিদ হাচান বাংলার জনপদকে বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক যেসকল স্থাপনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত হতে পারে তার মধ্যে অন্যতম শহীদ স্মৃতি সংগ্রহশালা। এখানে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন নিদর্শন স্থান পেয়েছে যেগুলি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করে। এখানকার শহীদদের মাথার খুলি এবং হাঁড়গোড় খুবই হৃদয়স্পর্শী। এগুলি দেখে ধারণা করা যায়, কী পরিমাণ গণহত্যা পাকিস্তানিরা এই অঞ্চলে চালিয়েছিলো। এখানে যদি কেউ যায় এবং গ্যালারীগুলো ঘুরে দেখে তবে সে মুহূর্তেই একাত্তরের বিভীষিকাময় দিনগুলোকে অনুধাবন করতে পারবে।

সংগ্রহশালার কিউরেটর মো. সফিকুল ইসলাম বাংলার জনপদকে বলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের যেসকল ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এই সংগ্রহশালা ১৯৭৬ সালে পদযাত্রা শুরু করে। পরবর্তীতে ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনের নিদর্শন এখানে সংরক্ষণ করা হয়েছে। এ পর্যন্ত সংগ্রহশালাটিতে প্রায় সাতশত থেকে আটশত নিদর্শন সংগ্রহ করা হয়েছে। এখানে এসে দর্শনার্থীরা মুক্তিযুদ্ধের ভয়াবহতা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। দেশ ও বিদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও রাজনীতিবিদ সংগ্রহশালা পরিদর্শনে আসেন এবং যে সব বীর সন্তানের আত্মত্যাগে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানান। সংগ্রহশালার মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে বর্তমান প্রজন্ম জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।