রাজশাহী , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

ভিয়েতনামে অগ্নিকাণ্ডে নিহত ১৪

  • আপডেটের সময় : ১০:১৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ০ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্ক: ভিয়েতনামের হ্যানয়ের একটি ঘন বসতিপূর্ণ আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকালের এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েতনামের রাজধানীতে একটি সরু গলিতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার সাতজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে কী কারণে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এ ছাড়া যারা নিহত হয়েছেন তাদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।

Trulli

জননিরাপত্তা মন্ত্রণালয় আরও বলেছে, এ ঘটনায় কোনো অভিযুক্তকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হন।

Adds Banner_2024

ভিয়েতনামে অগ্নিকাণ্ডে নিহত ১৪

আপডেটের সময় : ১০:১৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

জনপদ ডেস্ক: ভিয়েতনামের হ্যানয়ের একটি ঘন বসতিপূর্ণ আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকালের এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েতনামের রাজধানীতে একটি সরু গলিতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার সাতজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে কী কারণে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এ ছাড়া যারা নিহত হয়েছেন তাদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।

Trulli

জননিরাপত্তা মন্ত্রণালয় আরও বলেছে, এ ঘটনায় কোনো অভিযুক্তকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হন।