জাতীয়

হাওরে কৃষকদের বোরো ধানের উপযুক্ত মূল্য নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী

জনপদ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো আব্দুস শহীদ বলেছেন, হাওরে কৃষকদের বোরো ধানের উপযুক্ত মূল্য নির্ধারণ করা হবে। যাতে কৃষকরা তার ফসলের যথাযথ দাম পায়। এখানে কোনো মধ্যস্বত্বভোগীরা যাতে কোনো সুবিধা না পায়, কোনো সিন্ডিকেট তৈরি করতে পারে সে ব্যবস্থা করা হবে।

আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুর একাকার দেখার হাওরে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, হাওরে যেসব এলাকায় ঝড়, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে সেসব এলাকায় প্রতিনিধি পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কাজ করা হচ্ছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই আমাদের খাদ্য উৎপাদনে লক্ষমাত্রা অর্জন কাজ করা হচ্ছে।

এ সময় মন্ত্রী ও সংসদ সদস্যরা হাওরের ধান কেটে হাওরাঞ্চলে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন করেন এবং কৃষকদের ধান কাটার হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button