নারায়ণগঞ্জসারাবাংলা

বিনামূল্যে সরবরাহকারী ঔষধ ফার্মেসিতে, জরিমানা

জনপদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিনামূল্যে সরবরাহকারী ঔষধ বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে দু’টি ফার্মেসিকে জরিমানা করেছেন জেলা ভ্রাম্যমাণ আদালত। এ সময় কিছু সংখ্যক ঔষধ জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়স্থ হালিমা শপিং কমপ্লেক্স মার্কেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসেনের নেতৃত্বে মা ফার্মেসি এবং আলী আকবর মেডিসিন হাউজ নামক দু’টি প্রতিষ্ঠানকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে জেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসেন জানিয়েছেন, যে সকল ঔষধ বিনামূলে সরবরাহ করা হয় সেগুলো বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধ দু’টি প্রতিষ্ঠানকে ৫ হাজার করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে তারা যেন এমন কাজ থেকে বিরত থাকে।

অভিযানের সময় জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button