খেলাধুলাফুটবল

অবশেষে পিএসজি ছাড়ছেন এমবাপ্পে

জনপদ ডেস্ক: দল বদলের তালিকায় আবারও আলোচনায় কিলিয়ান এমবাপ্পের নাম। প্যারিস সেইন্ট জার্মেই চলমান মৌসুমই শেষ মৌসুম হতে যাচ্ছে এমবাপ্পের। মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছাড়বেন, পিএসজি কর্তাদের এমন কথা জানিয়ে দিয়েছেন এই ফরাসী তারকা, পিএসজির একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে দিয়েছে এই খবর।

২০১৭ সালে মোনাকো থেকে বড় অঙ্কের ট্রান্সফারে পিএসজিতে এসেছিলেন এমবাপ্পে। এরপর থেকে নিজেকে তিনি মেলে ধরেছেন দারুণভাবে। ২০২২ ক্লাবটির সঙ্গে পুনরায় চুক্তি করেন ২৫ বছর বয়সী এমবাপ্পে। সেই চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা। চুক্তিতে একটি ধারা ছিল, তিনি চাইলে মেয়াদ এক বছর বাড়াতে পারবেন। কিন্তু সেই ধারা চালু করেননি এমবাপ্পে।

অনেক দিন ধরেই এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছে। এরই মধ্যে দলবদলের আলোচনা অনেক দূর এগিয়ে গেছে বলেও সূত্রের খবর।

পিএসজির সূত্র বলেছে, ‘ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনো দুই পক্ষ একমত হতে পারেনি। আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে এমবাপ্পে আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসজি ছাড়ার ঘোষণা দেবেন।’এ বছর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছাড়বেন এমবাপ্পে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button