ক্রিকেটখেলাধুলা

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কোহলি

জনপদ ডেস্কঃ ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি। গত বছর ২৭ ম্যাচে এক হাজার ৩৭৭ রান করার পাশাপাশি নিয়েছিলেন ১ উইকেট, ক্যাচসংখ্যা ছিল ১২টি।

ওয়ানডেতে ২০২২ সালটা খুবই বাজে কাটিয়েছিলেন কোহলি। ১১ ম্যাচ খেলে করেছিলেন মাত্র ৩০২ রান। ফিফটি ছিল মাত্র একটি। গড় ২৭.৪৫। সেই কোহলি ২০২৩ সালে ছিলেন তুখোড় ফর্মে, বিশেষ করে ওয়ানডের বিশ্বকাপের সময়টায়। এ বছর তিনি ব্যাট করেন ৭২.৪৭ গড়ে, স্ট্রাইকরেট ছিল একশর কাছাকাছি।

২০২৩ সালের প্রথম ওয়ানডে খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকান কোহলি। ২০২৩ সালটা শেষ করেন ৬ সেঞ্চুরি দিয়ে। এরমধ্যে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপেই করেন ৩ সেঞ্চুরি। ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেন কোহলি। শচীনের ৪৯ সেঞ্চুরি পেছনে ফেলে এই ফরম্যাটে তার শতকের সংখ্যা এখন ৫০টি।

ওয়ানডে বিশ্বকাপে কোহলি করেন ৭৬৫ রান। যা টুর্নামেন্ট সর্বোচ্চ। ৭৬৫ রান করতে ৩ সেঞ্চুরির পাশাপাশি কোহলি ফিফটি করেন ৬ ইনিংসে। তাতে ট্রফি জিততে না পারলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার পান তিনি। এবার পেলেন ওয়ানডের বর্ষসেরার পুরস্কার।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button