অন্যান্যমতামত

নীতিহীন রাজনীতি বনাম রাজনীতিবিদ 

আমলাতন্ত্র ও ব্যাবসায়ি কেন্দ্রীক নিয়ন্ত্রিত চাটুকারদের দ্বারা সম্পূর্নরূপে প্রভাবিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট,যে রাজনীতিতে নীতি আদর্শ, নৈতিকতা এবং মেধা প্রজ্ঞার বিপরীতে অবস্থান করছে আঞ্চলিকতা, স্বজনপ্রীতি ও দলীয়করণের প্রতিযোগিতা।

মেধার পরিবর্তে চাটুকারিতা আর দেশের পরিবর্তে দলের গন্ডিতে আবদ্ধ থেকে সংকীর্ণমনা দৃষ্টিতে স্বচল দেশের রাজনৈতিক চাকা। ছাত্ররাজনীতির মেধার চর্চার পরিবর্তে মেধাহীন সন্ত্রাসদের অভয়ারণ্যে পরিণত মেধাবী ছাত্রদের প্রাণকেন্দ্র ও দেশের প্রধান বিদ্যাপিঠ বিশ্ববিদ্যালয় গুলো।

যার বলি ঢাবির আবুবকর, রাবির ফারুক এবং সর্বশেষ জাবির জুবায়ের।দেশের রাজনৈতিক অঙ্গন নিয়ে প্রতিটি নাগরিক হতাশ, এখন সময়ের দাবী,এমন একটি রাজনৈতিক পরিবেশ হবে যেখানে প্রতিযোগিতা থাকবে কিন্তু সংঘাত থাকবেনা। দেশের তরুন প্রজন্ম এমন একটি রাজনৈতিক অবস্থা দেখতে চাই যেখানে শান্তিপূর্ণ পরিবেশে একটি রাজনৈতিক ঐক্য গড়ে উঠবে, নিজেদের মতপার্থক্যের উর্ধ্বে ওঠে দেশের জন্য সবাই কাজ করবে। আর এটা তখনই সম্ভব হবে যখন বাংলাদেশের রাজনীতি থেকে চাটুকার দুর্নীতিগ্রস্ত মেধাহীন পেশিশক্তির পরিবর্তে মেধাবী সৎ প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তির পদচারণা ঘটবে।

এমন এক সময়  ছিল যখন সমাজ ছিল সাম্যবাদী। দলবেঁধে সবাই খাদ্য জোগাড় করত, সবাই মিলে এক সাথে খেতো। একক চিন্তা বা ব্যক্তিগত লাভ লোকসানের হিসাব তখন ছিল না।যেদিন থেকে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হয় ঠিক সেদিন থেকেই জবরদখল, সেদিন থেকেই রাজনীতির শুরু। অতএব রাজনীতি মানেই হলো অপরের রাজ্য-সম্পদ আর ক্ষমতা দখলের চর্চা। অ্যারিস্টটল, কার্লমার্ক্স এরা রাজনীতিকে সভ্য-শোভন ও গণমানুষমুখী করে তোলার চিন্তা-ভাবনা করেছিলেন। রাজনীতি যে গণমানুষের মুক্তির কথা বলে,অধিকার ও সাম্যের কথা বলে তা শিখিয়েছিলেন কার্ল মার্ক্স।

গত শতকের ৮০ দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে বিপর্যয় নেমে আসে সমাজতান্ত্রিক বিশ্বে। রাজনীতি থেকে সুস্থতা, সভ্যতা ,মানবতাবোধ সাম্য ও মৈত্রী বিদায় নিয়েছে তখন থেকে। সমাজ-রাষ্ট্র ও রাজনীতিকে প্রতিনিয়ত অমানবিক করে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে মুক্তবাজার অর্থনীতির নামে পুঁজিবাদী বিশ্বের নতুন কৌশল। আর এজন্যই বিশ্বব্যাপী দেশে দেশে ধর্মীয় উন্মাদনা সৃষ্টিতেও কৌশলী তারা। ক্ষমতার এককেন্দ্রিকতায় মার্কিন যুক্তরাষ্ট্র আজ বিশ্ব মোড়ল। বলতে গেলে যে দেশটি প্রকৃত অর্থে কোনো দিন বিশ্বের কোনো সাধারণ মানুষ অর্থাৎ নির্যাতিত নিপীড়িত বা বঞ্চিত জনগণের পাশে দাঁড়ায়নি। নিঃস্বার্থভাবে একটি দানা-পানি দিয়েও সাহায্য করেনি কোনো দেশ বা জাতিকে।

সামন্তবাদী সমাজের রাজনীতিও ছিল হত্যা-ষড়যন্ত্র-ক্ষমতাদখলের কূটকৌশলে আবদ্ধ। ফলে রাজনীতিতে শুভবোধের চর্চা করতে হয়েছে, আর যা এখনো করতে হচ্ছে সিমাহীন প্রতিকুল পরিবেশের মধ্য দিয়ে। ভারতীয় উপমহাদেশে বিশেষ করে আমাদের এ অঞ্চলেও রাজনীতিবিদরা বেচাকেনা অর্থাৎ প্রাসাদ ষড়যন্ত্রের ইতিহাসও নতুন কিছু  নয়।

রাজনীতিবিদরা বেচা-বিক্রি হয়েছেন অনেক আগে থেকেই। বেশি পেছনে ফিরে না গিয়ে ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের কথা স্মরণ করি। যে যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কথাই ধরি। সেদিন মীরজাফর বিক্রি হয়েছিলেন বলেই-তো বাংলার পতন হয়েছিল। ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত হয়েছিল। সেদিনের যুদ্ধে মীরজাফর ও তার সাঙ্গপাঙ্গরা বিশ্বাসঘাতকতা না করলে উপমহাদেশের ইতিহাস হয়তবা অন্যভাবে লিখতে হতো । আর অন্তত ব্রিটিশদের কাছে পরাজিত হবার গ্লানি আমাদের বহন করতে হতো না। পরে ভারতজুড়ে এমন হাজার হাজার বা লক্ষ লক্ষ মীর জাফরের কারণে ব্রিটিশরা ১৯০ বছর ভারত শাসন করে যেতে পেরেছিল। পলাশী থেকে চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনকে ধরিয়ে দেওয়ার মতো এমন ঘটনা বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতা মাত্র।

তখন ব্রিটিশ শাসনের শেষ দিকে। রাজনীতি তখনও জমিদার,জোতদার নবাব শ্রেণীর দখলে। আর অভিজাতরাই তখন মুসলিম লীগ করতেন। অবিভক্ত বাংলায় তখন একটু একটু পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছ। শেখ মুজিবুর রহমানের মতো কিছু তরুণ রাজনীতিকে গণমানুষের করে গড়ে তোলার চেষ্টা করছেন।ভারতবর্ষ স্বাধীন হতে যাচ্ছে সে সময়ও।

রাজনীতিকরা কীভাবে বেচা-কেনা হতেন তার একটি চমৎকার বর্ণনা আছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে। তা থেকে যৎ সামান্য উদ্ধৃতি দিচ্ছি। যুদ্ধ ও দুর্ভিক্ষকে কেন্দ্র করে তখন বাংলায় মুসলিম লীগ সরকারের পতন হয়েছে। অর্থাৎ পতন ঘটানো হয়েছে।আর ওই সময়ের কথা বঙ্গবন্ধু লিখেছেন,‘এর পূর্বে আমার ধারণা ছিল না যে, এমএলএরা (নিম্ন সভার সদস্য) এইভাবে টাকা নিতে পারে।

এরাই দেশের ও জনগণের প্রতিনিধি। আমার মনে আছে, আমাদের উপর ভার পড়ল কয়েকজন এমএলএকে তাদের নাম বলতে চাই না, কারণ অনেকেই মৃত্যুবরণ করেছেন। একজন এমএলএকে মুসলিম লীগ অফিসে আটকানো হলো। তিনি বারবার চেষ্টা করেন বাইরে যেতে। কিন্তু আমাদের জন্য পারছেন না। কিছু সময় পরে বললেন, “আমাকে বাইরে যেতে দিন, কোনো ভয় নেই, বিরোধীদল টাকা দিয়েছে। আমি যদি কিছু টাকা আনতে যাই আপনাদের ক্ষতি কি? ভোট আমি মুসলিম লীগের পক্ষেই দেব।” আশ্চর্য হয়ে চেয়ে রইলাম তাঁর দিকে।

বৃদ্ধ লোক, সুন্দর চেহারা, লেখাপড়া কিছু জানেন, কেমন করে এই কথা বলতে পারলেন আমাদের কাছে? টাকা নেবেন একদল থেকে অন্য দলের সভ্য হয়ে, আবার টাকা এনে ভোটও দেবেন না। কতটা অধঃপতন হতে পারে আমাদের সমাজের। এই ভদ্রলোককে একবার রাস্তা থেকে ধরে আনা হয়েছিল। শুধু সুযোগ খুঁজছিলেন কেমন করে অন্য দলের কাছে যাবেন।’

এ রকম আরেক এমএলএকে আনতে বঙ্গবন্ধুকে রংপুর পাঠানো হল। যুদ্ধাবস্থায় প্রায় উপোস থেকে তিনি ওই জমিদার কাম এমএলএর বাড়ি পৌঁছানোর পরে বঙ্গবন্ধু লিখেছেন, আমাকে জিজ্ঞাসা করলেন না কিছু খাব কিনা। পথে খেয়েছি কিনা। বলতেন,‌‘এখনতো রাত তিনটা বাজে। বিছানার কি দরকার হবে?’ বললাম, দরকার নেই যে সময়টা আছে বসিয়েই কাটিয়ে দেব। ঘুমাইলে আর উঠতে পারব না। খুবই ক্লান্ত। এক দিকে পেট টনটন করছে, অন্যদিকে অচেনা রংপুরের মশা। একদিন পরে তিনি এসেছিলেন (কলকাতায়) তাঁকে পাহারা দেওয়ার জন্য লোক রাখা হয়েছিল।

তবু পেছনের দরজা দিয়ে এক ফাঁকে তিনি পালিয়ে গিয়েছিলেন। খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায় নি। আমরা ছাত্র ছিলাম, দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতাম। এ সকল জঘন্য নীচতা এই প্রথম দেখলাম। পরে যদিও অনেক দেখেছি। এই সমস্ত খান বাহাদুরদের দ্বারা পাকিস্তান আসবে, দেশ স্বাধীন হবে ইংরেজদের তাড়ানো যাবে। বিশ্বাস করতে কেন যেন কষ্ট খুব হয়।এই তিক্ত অভিজ্ঞতা থেকেই বঙ্গবন্ধু ১৯৭১ সালের মার্চের প্রথম সপ্তাহে নির্বাচিত গণপ্রতিনিধিদের (এম.এনএ, এম এলএ) শপথ বাক্য পাঠ করিয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। টাকার বিনিময়ে নিজদলের বিপক্ষে ভোট দিয়ে যেন ষড়যন্ত্র পাকাতে না পারেন সে লক্ষেই বঙ্গবন্ধু সংবিধানে ৭০ অনুচ্ছেদ সংযোজন করেন। এ আইনের কারণে বর্তমানে কোনো সংসদ সদস্য ফ্লোর ক্রস করতে পারে না, অর্থাৎ নিজদলের বিপক্ষে ভোট দিতে পারবে না সংসদে।

স্বাধীন বাংলাদেশে নেতা বেচাকেনার সংস্কৃতি চালু হলো ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতাকে হত্যার মধ্যদিয়ে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে। সামরিক শাসক জেনারেল জিয়া তখন ইচ্ছা পোষণ করলেন রাজনীতি করবেন। দল গঠন করবেন। জড়ো করলেন শাহ আজিজদের মতো শীর্ষ সারির রাজাকারদের। অন্যান্য দল থেকে সামরিক গোয়েন্দা সংস্থার সাহায্যে ভয় দেখিয়ে অর্থ দিয়ে অন্যদল থেকে নেতা বাগিয়ে এনে গঠন করলেন রাজনৈতিক দল। স্বাধীনতা বিরোধী, রাজাকার, চীনাপন্থি কমিউনিস্ট, মুসলিম লীগার ও নীতি ভ্রষ্ট রাজনীতিক নিয়ে গঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তৎকালীন স্বাধীনতা ও আ:লীগ বিরোধী সবাই জড়ো হলেন জেনারেল জিয়ার পেছনে।

পরবর্তীতে জেনারেল এরশাদও তার গুরু জেনারেল জিয়ার পথ অনুসরণ করেই। অন্যদল থেকে নেতা কিনে দল গঠন করেছেন। যুগে যুগে মীরজাফর থেকে কাজী জাফর, রায় বল্লভ থেকে মওদুদের মতো নেতার অভাব হয়নি রাতারাতি ভোল পাল্টিয়ে এবং অর্থ ও ক্ষমতার বিনিময়ে স্বৈরশাসকদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে।সেই এরশাদের গৃহপালিত প্রধানমন্ত্রী কাজী জাফর মৃত্যুর মাত্র বছরখানেক আগে এরশাদ প্রসঙ্গে বলেছিলেন, বিগত ১০০ বছরের মধ্যে এমন বিশ্বাসঘাতক নাকি তিনি দেখেননি। যে স্বৈরাচারের দাসত্ব করেছিলেন তিনি, সেবাদাসে পরিণত হয়ে তার শাসন শোষণকে দীর্ঘায়িত করেছিলেন তেমন তাঁবেদার কাজী জাফর ও মওদুদদের মুখে নীতিকথা,গণতন্ত্র ইত্যাদির কথা বেমানান। বরং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজনীতিকে নতুন করে কলুষিত করার অপরাধে দু’ জেনারেলের সাথে এ ধরনের রাজনীতিবিদদেরও বিচার হওয়া জরুরী।

রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বলে যারা রাজনীতির সুবিধাবাদিতাকে জিইয়ে রেখে নিজেদের ক্ষমতা ও লাভের অংশীদার করে রাখতে চান বর্তমান রাজনীতিতে-তো তাদেরই লীলা খেলা চলছে। রাজনীতিকদের জন্যই রাজনীতিকে সত্যিই কঠিন করে গেছেন জেনারেল জিয়া। তাই দেশে আজ পরীক্ষিত, সৎ ও আত্বনিবেদিত প্রাণ রাজনীতিবিদ নেই বললেই চলে। তাই আজ যারা রাজনীতির নিয়ন্ত্রক তারা পেশিশক্তি, কালোটাকার মালিক।

এরা নিজেদের বিক্রি করার জন্যে কোরবানি পশুর মতো সেজেগুজে থাকেন। দেশে অবাধ লুটপাট চালাতে যারা ডান-বাম-মধ্য এক হয়ে যান। আজ জনগণের জন্য রাজনীতি, জণকল্যাণের জন্য রাজনীতি, জনগণের জন্য চিন্তা ভাবা করে এমন রাজনীতিবিদ বিরল হয়ে পড়েছে। এমনকি জাতির পিতার দল আ: লীগেও।পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যেখানে বিএনপি-জামায়াত থেকে আ:লীগ নেতাদেরও আলাদা করা খুবি দুষ্কর হয়ে যাচ্ছে। একদিন এমন এক সময় আসবে হয়ত সেদিন দলকেও আর আলাদা করা যাবে না।

লেখকের পরবর্তী লেখা,জনস্বার্থে এমপি মন্ত্রীদের সুযোগ সুবিধা কমানো প্রয়োজন।পড়তে চোখ রাখুন বাংলার জনপদে।

লেখক:এম.এ.জলিল রানা,জয়পুরহাট

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। বাংলার জনপদ-এর নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য বাংলার জনপদ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।***

 

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button