মাদারীপুরসারাবাংলা

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

জনপদ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহীম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম উপজেলার মাদবরেরচর ইউনিয়নের লপ্তীকান্দি এলাকার হিরু খানের ছেলে ও মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিবচরের মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে ইব্রাহীম আড্ডা দিচ্ছিল। এসময় ভাঙ্গা থেকে আসা ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরিবারের লোকজন তাকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

স্থানীয় নাজমুল হোসেন নামে একজন বলেন, আমার বাড়ির পাশে ছেলেটির বাড়ি। শুনেছি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পাশের লাইনের পাথরের উপরে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা নেওয়ার পথে মারা যায়।

জাবের হোসেন নামে মাদবরেরচর এলাকার এক শিক্ষার্থী বলেন, ওরা কয় বন্ধু রেললাইনের ওপর আড্ডা দিচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় আহত হয়। মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্ত বের হয়েছে।

মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার বলেন, ছেলটি খুব ভদ্র প্রকৃতির ছিল। আমরা সবাই তার মৃত্যুতে শোকাহত।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, একটি দুঃখজনক ঘটনা। আমরা খোঁজ খবর নিচ্ছি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button