নির্বাচনরংপুর

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুরে নতুন ভোটার বেড়েছে ৫ লাখ ৩৪ হাজার

জনপদ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬টি নির্বাচনী আসনে নতুন ভোটার বেড়েছে ৫ লাখ ৩৪ হাজার ৮২১ জন। জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে সদর উপজেলায়। পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি রয়েছে। এছাড়া কেন্দ্র ও কক্ষের সংখ্যা একাদশ নির্বাচনের চেয়ে বেড়েছে।

রংপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে এবার ভোটার রয়েছেন ২৪ লাখ ৫৪ হাজার ৬১৩ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ২৬ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার রয়েছে ১২ লাখ ২৮ হাজার ৫৮ জন। পুরুষের চেয়ে নারী ভোটার বেড়েছে দুই হাজারের ওপর।

দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলায় মোট ভোটার ছিল ১৯ লাখ ২০ হাজার ৭৯২ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তা বেড়ে হয়েছিল ২১ লাখ ৩৪ হাজার ৩৭৫ জন। এবার ৫ লাখের বেশি ভোটার বেড়েছে।

রংপুর -১ গঙ্গাচড়া আসনের ভোটার ৩ লাখ ৩২ হাজার ৪৬ জন, রংপুর-২ তারাগঞ্জ- বদরগঞ্জ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৫৯২ জন, রংপুর সদর- ৩ আসনে ভোটার রয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯৭০ জন, রংপুর-৪ কাউনিয়া- পীরগাছা আসনে ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৬৪৬ জন, রংপুর-৫ মিঠাপুকুর আসনে ৪ লাখ ৩৯ হাজার ৩৪৭ জন এবং রংপুর-৬ আসন পীরগঞ্জে ৩ লাখ ২৯ হাজার ১৫ জন। দেখা গেছে প্রতিটি আসনে ৫০ হাজার থেকে ৭০ হাজার ভোটার বেড়েছে।

এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ৮৪৪টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৮টিতে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কক্ষ ছিল ৪ হাজার ২৬৮টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৬টি।

রংপুর জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আব্দুল্যা আল মোতাহসিম বলেন, নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ শুরু করেছে। আমরাও প্রস্তুতি গ্রহণ করেছি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button