বরগুনাসারাবাংলা

জেলের জালে ১৬ কেজি ওজনের কোরাল

জনপদ ডেস্কঃ বরগুনার তালতলীতে পায়রা নদে এক জেলের জালে ১৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি সাড়ে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে হাশেম নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পায়রা নদীর তেঁতুলিয়া এলাকায় জাল ফেলেন জেলে হাশেম। সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে বড় সাইজের একটি কোরাল মাছ ধরা পড়েছে। এরপর এটিকে তালতলী মাছ বাজারে আনা হয়। সেখানে বশির হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ীর কাছে ১৫ হাজার ৬৭৫ টাকায় মাছটি বিক্রি করেন হাশেম। মাছটির ওজন হয়েছিল ১৬ কেজি।

জেলে হশেম মিয়া বলেন, পায়রা নদীতে মাছ ধরে জীবিকা চালাই। প্রতিদিনের মতো সোমবার রাতে নদীতে জাল ফেলেছি। এ সময় বড় আকৃতির এই কোরাল মাছটি ধরা পড়ে। পরে তালতলী বাজারে নিয়ে মাছটি ১৫ হাজার ৬৭৫ টাকায় বসির হাওলাদার নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বিভিন্ন সময় নিষেধাজ্ঞা এবং অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকায় নদ-নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবে এত বড় কোরাল মাছ ধরা পড়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button