দিনাজপুরসারাবাংলা

বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

জনপদ ডেস্কঃ দিনাজপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুন) বিকেল ৩টার দিকে জেলার চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের জমীর আলী ছেলে নুর আলম (২১) ও পার্বতীপুর উপজেলার হয়বৎপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে কুদ্দুস (২২)।

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভীক রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের নুর আলম স্থানীয় নয়াবাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে রাস্তার পাশের কদমগাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পার্বতীপুর উপজেলার হয়বৎপুর গ্রামের কুদ্দুস আলী হালকা বৃষ্টি ও বাতাস শুরু হলে বাড়ির পাশে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button