জাতীয়

নির্বাচন কমিশনের ৫ কর্মকর্তাকে বদলি

জনপদ ডেস্কঃ নির্বাচন কমিশনের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারকে বদলি করে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি. এম. সাহাতাব উদ্দিনকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এবং ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহকে বদলি করে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এছাড়া আলাদা আরেক প্রজ্ঞাপনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে বদলি করে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রংপুর জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button