ক্রিকেটখেলাধুলা

আমি তো সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশি : পাপন

জনপদ ডেস্ক: ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যাত্রা শুরু করেন নাজমুল হাসান পাপন। তারপর থেকে এখনো পর্যন্ত এই দায়িত্বে আছেন পাপন। তবে শুধুমাত্র ক্রিকেটই নয়, আরও কয়েকটি কাজের সঙ্গে যুক্ত তিনি। কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য পাপন, আছে ওষুধের ব্যবসাও। তবে ক্রিকেটেই বেশি সময় দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাপন। বক্তব্যে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে পাপন বলেন, ‘আমি আপনারেদকে একটা কথা বলি। আমি অনেকগুলো বিষয়ের সঙ্গে জড়িত, আপনার সেটি সবাই জানেন। তবে ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা কিন্তু কঠিন। আমার (পরিবারের) সবাই এখন অভিযোগ করতে শুরু করেছে। পরিবার থেকেও তো ধৈর্য্যের একটা সীমা আছে। এখন তো আর কেউ কথাই বলে না বলতে গেলে।’

নিজের ব্যস্ততার প্রসঙ্গ টেনে বিসিবি সভাপতি আরও বলেন, ‘কোনো একটা অনুষ্ঠান হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো? আমার স্ত্রী সরাসরি বলে দেয়, আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। আমার অবস্থা হলো এমন। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায়ও সময় দিতে হয়।’

পাপনকে অনেকেই রাগী ভাবেন, যেটি নিয়ে আক্ষেপ তার। নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই জানত আমি একজন মিশুক মানুষ। ক্রিকেটে আসছি বলে (সবাই) ভাবে আমি রাগী। আচ্ছা আমি রাগী হলাম কবে? সেদিন একটি পারিবারিক অনুষ্ঠানে গেলাম। সবাই দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে। আমি তাদেরকে কাছে আসতে বলেছি। অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় সবাই বলছিল, আমরা ভয় পাচ্ছিলাম। আচ্ছা, আমাকে রাগী মনে হবে কেন বলেন তো? আমি তো সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশি।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button