Breaking Newsআবহাওয়া

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বরে নেমেছে সতর্ক সংকেত

জনপদ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মোখা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করার পর ১০ নম্বর মহাবিপদ সংকেত থেকে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে।

রবিবার রাত ৮টা আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়।

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব অনেকটাই কমে গেছে। বিকাল ৩টার দিকে দেশের উপকূলীয় এলাকা পার হয় মোখা। ধীরে ধীরে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করে।

এর আগে বেলা ১টার দিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব বাড়তে শুরু করে সেন্টমার্টিন টেকনাফের উপকূলীয় অঞ্চলগুলোতে। বিকেল চারটার পর এর প্রভাব কমতে থাকে।

এর আগে শনিবার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় নিয়ে এক সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button