ক্রিকেটখেলাধুলা

ক্রিকেটার নাহিদাকে বেফাঁস মন্তব্য লঙ্কান ধারাভাষ্যকারের

একদিন আগেই কলম্বোতে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগ্রেসরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। তবে অসাধারণ সেই জয় ছাপিয়ে আলোচনায় লঙ্কান এক ধারাভাষ্যকার। বাংলাদেশ নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তারকে নিয়ে বেফাঁস এক মন্তব্য করেন ধারাভাষ্যকার রোশন আবেসিংহে।

যার জেরে নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। পরে এর জন্য ক্ষমা চান ওই ধারাভাষ্যকার।

ঘটনাটি ঘটে ম্যাচের ১৩ তম ওভারের তৃতীয় বলে। স্পিনার নাহিদা হাত ঘুরানোর সময় স্টাম্পে আঘাত হানেন। এ সময় বেইল মাটিতে পড়ে যায়। ফলে বলটি নো বল হয়। ঠিক তখনই ধারাভাষ্য দিচ্ছিলেন রোশান। হঠাৎ বলে উঠেন, ‘এটাও নো বল। এখন এটি ক্ষমার অযোগ্য। দুটি বিষয়ে ক্ষমার অযোগ্য এক, সে একজন স্পিনার; দ্বিতীয়ত, সে একজন মহিলা … একজন মহিলা ক্রিকেটার। আমি মনে করি না তাদের (নারী) বড় অগ্রগতি হয়েছে, তাই এই প্রেক্ষাপটে, কীভাবে সে ওভারস্টেপিং করে তা দেখেই আশ্চর্য হয়েছি।’

পরে ধারাভাষ্যের সেই অংশ টুইটারে ছড়িয়ে পড়ে। যা নিয়ে নারী ক্রিকেট ধারাভাষ্যকার জর্জ হিথ আবেসিংহেকে বলেন, ‘এই ধারাভাষ্যকারকে নারী ক্রিকেটে ধারাভাষ্য দেওয়া থেকে সরানো উচিত।’

পরবর্তীতে রোশান এক বিবৃতিতে ক্ষমা চেয়ে লিখেন, ‘জর্জি, যদি আপনি বা অন্য কেউ আমার ধারাভাষ্যে অসন্তুষ্ট হন তবে আমাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে দিন। মন্তব্যটি কখনই অপমান করার উদ্দেশে ছিল না, তবে নির্দোষভাবে একটি বিশুদ্ধ ক্রিকেটিং অ্যাঙ্গেলের মাধ্যমে করা হয়েছিল। তারপরও আমি দুঃখিত বলতে রাজি আছি এবং সংশোধন করতে চাই। আবারও আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button