Breaking Newsআন্তর্জাতিক

কঙ্গোয় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০৩

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ ডিআর কঙ্গোয় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির এক প্রশাসনিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিবিএস নিউজের।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৪ মে) দক্ষিণ কিভু প্রদেশের কালেহে অঞ্চলে বৃষ্টিপাতের ফলে নদীগুলি উপচে পড়ে। এতে বুশুশু ও ন্যামুকুবি গ্রামগুলো প্লাবিত হয়। বন্যার পানিতে বহু বাড়ি ও ক্ষেতের ফসল ভেসে গেছে। প্রবল বন্যার মধ্যেই ওই এলাকায় পাহাড় ধসেরও ঘটনা ঘটে।

এ বিষয়ে কালেহে অঞ্চলের প্রশাসক থমাস বাকেঙ্গা বলেন, বুশুশুর ধ্বংসস্তূপ থেকে এরই মধ্যে ২০৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ন্যামুকুবিতে প্রতি বৃহস্পতিবার যেখানে সাপ্তাহিক বাজার বসে সেখানেও পাহাড় ধসে পড়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রুয়ান্ডা ও কঙ্গোর বিপর্যয়কর বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুরুন্ডি সফরে গিয়ে এ বিষয়ে তিনি বলেন, এই প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ফল। যেসব দেশ বৈশ্বিক উষ্ণতা রোধে ভূমিকা রাখেনি তারা এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

উল্লেখ্য, রুয়ান্ডা সীমান্তবর্তী দক্ষিণ কিভুতে প্রায়ই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button