আন্তর্জাতিক

জাপানি প্রধানমন্ত্রীর বাসভবনে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

জনপদ ডেস্ক: জাপানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে পুলিশের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ মে) তার মরদেহ উদ্ধার করা হয়। টোকিও মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত করা হবে। তবে ধারণা করা হচ্ছে পুলিশের ওই কর্মকর্তা আত্মহত্যা করেছে। খবর সিএনএন

২৫ বছর বয়সী পুলিশের ওই কর্মকর্তার লাশ যখন উদ্ধার করা হয় তখন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বাসায় ছিলেন না। স্থানীয় সময় ভোর রাত ৪টা ৪০ মিনিটে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সে দায়িত্ব পালন করার সময় আত্মহত্যা করে। এদিকে জাপানের প্রধানমন্ত্রী কিশিদার ওপর হামলার পর কর্তৃপক্ষ নিশ্চিদ্র নিরাপত্তা জারি করেছে।

গত মাসে এক প্রচারণায় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী কিশিদার ওপর ধোঁয়ার বোমা ছুঁড়ে মারা হয়। এতে প্রধানমন্ত্রী বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান।

গত বছরের জুলাইয়ে জাপানের পশ্চিম শহর নারা বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ওপর গুলি চালানো হয়। এতে তার মৃত্যু হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button