আন্তর্জাতিক

দাবদাহের পর ব্যাঙ্গালুরুতে ভারী বর্ষণ, জলাবদ্ধতা

জনপদ ডেস্ক: তীব্র দাবদাহের পর ভারতের ব্যাঙ্গালুরুতে সোমবার (১ মে) বিকেলে ভারী বর্ষণ হয়েছে। এতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। তবে হঠাৎ ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকার সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির এ ধারাবাহিকতা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। আজ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেড়ে ঝোড়ো হাওয়াও বয়ে গেছে।

এদিকে শহরে জলাবদ্ধতা হওয়ায় নগরবাসীর ভোগান্তির কথা উল্লেখ করে সে ছবি অনেকে সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। জলাবদ্ধতার কারণে অনেক এলাকার সড়কে যানজটও তৈরি হয়েছে।

কর্ণাটকের রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ কেন্দ্র উত্তর ব্যাঙ্গালুরুর একটি এলাকায় ১১১ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে।

এর আগে রোববার (৩০ এপ্রিল) ভারতের আবহাওয়া অধিদপ্তর পরবর্তী তিনদিন দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত ও শিলা বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button