আন্তর্জাতিক

ধর্মীয় সম্প্রীতি: প্রশংসায় ভাসছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। এক টুইট বার্তায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও লোকসভার সদস্য দিলীপ ঘোষ এ প্রশংসা করেন।

টুইট বার্তায় তিনি বলেন, বাংলাদেশে নির্বিঘ্নে রামনবমীর শোভাযাত্রা হলেও, পশ্চিমবঙ্গে তা হয়নি।

সম্প্রতি পশ্চিমবঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের রামনবমী উৎসবকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের তুলনা করেন।

গত ৩০ মার্চ পশ্চিমবঙ্গের হাওড়া ও হুগলি জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুদের রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। বেশ কয়েক জায়গায় হিন্দু ও মুসলিমদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। সেই অশান্তি ও উত্তেজনার রেশ এখনও জ্বলছে। সেদিনের পর থেকেই রাজ্যের রাজনীতি ওই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতৃত্ব পরস্পরকে দোষারোপ করছেন প্রকাশ্যেই।

এ পটভূমিতেই গত ৩১ মার্চ বাংলাদেশে হিন্দুদের রামনবমী শোভাযাত্রার বেশ কয়েকটি ছবি টুইট করেন দিলীপ ঘোষ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বাংলাদেশে রামনবমীতে হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রা।’

দিলীপ ঘোষ আরও লেখেন, ‘আশ্চর্যজনকভাবে সেখানে (বাংলাদেশে) হিন্দুদের ওপর কেউ হামলা চালায়নি। আর এখান থেকেই পরিষ্কার যে, পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের চেয়ে অনেক বেশি বিপদে। আর এর জন্য কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী।’

দিলীপ ঘোষের ওই টুইট পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button