আইন ও আদালত

যুবদল নেতা সাইফুল তিন দিনের রিমান্ডে

জনপদ ডেস্ক: বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলমকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ আদেশ দেন।

এদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা বিস্ফোরক আইনের মামলায় যুবদল নেতা সাইফুল আলমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বিএনপির পদযাত্রা শেষে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে যুবদল নেতা সাইফুল আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button