রাজনীতি

শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে : জি এম কাদের

জনপদ ডেস্ক: বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে লালমনিরহাটে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, সব স্থানেই নানান অসঙ্গতি। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। তাহলে দেশের ভবিষ্যৎ খারাপের দিকে যাবে।

তিনি বলেন, সব মন্ত্রণালয়ের অবস্থা হ-য-ব-র-ল। অব্যবস্থাপনার কারণে মন্ত্রণালয়গুলো ভেঙে পড়েছে। সরকারের উচিত এসব নিয়ন্ত্রণে আনা।

জাপার চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রমজানে বিদ্যুৎসহ সব পণ্যের দাম বেড়েছে। কিন্তু জাতীয় পার্টির আমলে রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি। বরং কমানো হয়েছিল।

জি এম কাদের বলেন, প্রতিনিয়তই বিদ্যুতের দাম বাড়ানোর ফলে বিভিন্ন ইন্ডাস্ট্রি ও ব্যবসা-বাণিজ্য লোকসানের দিকে। অনেক মানুষ বেকার হয়ে পড়ছে। বিদ্যুৎতের দাম বৃদ্ধি সরকারের চরম ব্যর্থতা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button