ক্রিকেটখেলাধুলা

তাইজুলের জোড়া আঘাতে চাপে ইংলিশরা

জনপদ ডেস্ক: নিজের প্রথম ওভারটা ভালো হয়নি। এক ছক্কায় দেন ১১ রান। কিন্তু দ্বিতীয় ওভারে ঘুরে দাঁড়ান বাঁহাতি এই স্পিনার। তুলে নেন সল্টের উইকেট। ফিরতি ওভারে বল হাতে তুলে নিয়েও আবারও সাফল্য পেলেন। অভিজ্ঞ স্পিনারের জোড়া আঘাতে শুরুতেই চাপে ইংল্যান্ড।

সাকিবের হাত ধরে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ফেরান ইংলিশ মারকুটে ওপেনার জেসন রয়কে। সাকিবের দেখানো পথে তাইজুলও। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিল সল্টকে ফিরিয়ে দলকে এনে দিলেন সাফল্য।

তাইজুলের জোরের ওপর করা বলটি একটু সরে জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন সল্ট। গতির কারণে ব্যাট খেলতে পারেননি তিনি। তার প্যাডে লেগে বল ছোবল দেয় স্টাম্পে। উল্লাসে মাতে বাংলাদেশ শিবির।

স্পিন ধরছে মিরপুরে। আর তাতে আশা বাড়ছে বাংলাদেশেরও। সল্টের পর তাইজুলের দ্বিতীয় শিকার জেমস ভিন্স। ঝুলিয়ে দেওয়া বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন ভিন্স, তবে মিস করে গেছেন পুরোপুরি। উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিক ভুল করলেন না। ৯ বল খরচায় ভিন্স করলেন মোটে ৬ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৫১ রান।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button