অন্যান্য

‘কুকিং শো’তে দোকানের বিরিয়ানি নিয়ে হাজির প্রতিযোগী

জনপদ ডেস্ক: পাকিস্তানে রান্নার শো ‘দ্য কিচেন মাস্টার’ এর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। একজন উৎসাহী প্রতিযোগী তার নিজের এলাকার ‘সবচেয়ে সেরা’ দোকান থেকে বিরিয়ানি নিয়ে প্রতিযোগিতায় হাজির হন। কিন্তু বিচারকরা এটা প্রত্যাখান করলে ওই প্রতিযোগী ‘শো’ ত্যাগ করতে অস্বীকৃতি জানান। প্রতিযোগী ও বিচারকদের তর্কাতর্কির সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে।

অনুষ্ঠানের নিয়ম অনুসারে, প্রতিযোগীরা নিজ নিজ হাতে খাবার তৈরি করে নিয়ে আসবেন। বিচারকরা সেটা পরখ করে দেখবেন। কিন্তু এক প্রতিযোগীর বক্তব্য ছিল, ‘তাকে নিজের তৈরি রান্না নিয়ে আসতে বলা হয়নি।’

তবে বিচারকদের কাছ থেকে ভুল জানতে পেরেও ওই প্রতিযোগী অনুষ্ঠান ত্যাগ করতে অস্বীকৃতি জানান। তিনি বিচারকদের সঙ্গে তর্কে লিপ্ত হন। ওই ঘটনার সময় একজন বিচারককে ক্ষুব্ধ হয়ে ‘শো’ ত্যাগ করতেও দেখা যায়। উৎসাহী ওই প্রতিযোগীর দাবি ছিল, দোকান থেকে বিরিয়ানি আনতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। লাইনে দাঁড়াতে হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়েছে। কেউ এটাকে ‘রসিকতা’ বলেছেন আবার কেউ কেউ ওই প্রতিযোগীর আত্মবিশ্বাসের তারিফ করেছেন। একজন টু্ইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এটা সত্যিই অসাধারণ। ভিডিও নকল না হয়ে থাকলে আমার বিশ্বাস অনেকে এমন কৌশল মিস করবে।’ আরেকজন লিখেছেন, ‘হাস্যকর। ভিন্ন এক ধরনের বিনোদন।’ আরেকজন লিখেছেন, ‘আমি হাসতে হাসতে শেষ।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button