রাজশাহী , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

আবারও বলিউড বিতর্কিত তারকা কঙ্গনা

  • আপডেটের সময় : ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ০ টাইম ভিউ
Adds Banner_2024

বিনোদন ডেস্ক: বলিউড নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউতের বেফাঁস মন্তব্য তার পুরোনো অভ্যাস। খুব কম তারকাই তার সমালোচনার হাত থেকে রেহাই পেয়েছেন। অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখলে তার উদাহরণ চোখে পড়বে।

গত সোমবার রাতে মুম্বাইতে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এ আসরে বেশ ঝলমলে পোশাকে উপস্থিত ছিলেন আলিয়া ভাট। একাই গেছেন সেখানে, স্বামী রণবীর কাপুরকে দেখা যায়নি।

Trulli

অনুষ্ঠানে আলিয়া যেমন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিজে গ্রহণ করেছেন, তেমনি রণবীরের পক্ষে দাদাসাহেব ফালকে নিতে স্টেজে উঠেছেন তিনি। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর।

আর তা দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না কঙ্গনা। নাম না ধরে তারকা সন্তানদের উদ্দেশে তোপ দাগলেন তিনি। শুধু তাই নয়, তার বিচারে কারা পুরস্কার পাওয়ার যোগ্য সেই তালিকাও প্রকাশ করলেন।

তিনি টুইটারে লেখেন, পুরস্কারের মৌসুম এসেছে এবং যোগ্য পুরস্কার প্রাপকদের থেকে যাবতীয় পুরস্কার ছিনিয়ে নিতে নেপো মাফিয়ারাও সেখানে হাজির হয়েছে। বোঝাই যাচ্ছে, কঙ্গনার নিশানায় রয়েছেন আলিয়া বা রণবীরের মতো তারকারা।

আরেকটি টুইটে ২০২২ সালে যারা পুরস্কার পাওয়ার যোগ্য, তাদের নামের একটি তালিকা প্রকাশ করেছেন কঙ্গনা। তার বিচারে, ‘কান্তারা’ ছবির জন্য সেরা অভিনেতা ঋষভ শেট্টি। ‘সীতা রমণ’ ছবির জন্য ম্রুণাল ঠাকুর। ‘আরআরআর’ ছবির জন্য এসএস রাজামৌলিকেই সেরা পরিচালকের শিরোপা দিতে চেয়েছেন কঙ্গনা। সেরা সহ-অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কার তিনি তুলে দিয়েছেন যথাক্রমে অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস) এবং তব্বু (দৃশ্যম এবং ভুল ভুলাইয়া ২)।

এরপর কঙ্গনা লিখেছেন, বলিউডের পুরস্কারগুলো লজ্জাজনক। কোনোদিন কাজের ফাঁকে সময় পেলে এ রকম সব যোগ্য দাবিদারদের নামের তালিকা প্রকাশ করব।

Adds Banner_2024

আবারও বলিউড বিতর্কিত তারকা কঙ্গনা

আপডেটের সময় : ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

বিনোদন ডেস্ক: বলিউড নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউতের বেফাঁস মন্তব্য তার পুরোনো অভ্যাস। খুব কম তারকাই তার সমালোচনার হাত থেকে রেহাই পেয়েছেন। অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখলে তার উদাহরণ চোখে পড়বে।

গত সোমবার রাতে মুম্বাইতে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এ আসরে বেশ ঝলমলে পোশাকে উপস্থিত ছিলেন আলিয়া ভাট। একাই গেছেন সেখানে, স্বামী রণবীর কাপুরকে দেখা যায়নি।

Trulli

অনুষ্ঠানে আলিয়া যেমন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিজে গ্রহণ করেছেন, তেমনি রণবীরের পক্ষে দাদাসাহেব ফালকে নিতে স্টেজে উঠেছেন তিনি। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর।

আর তা দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না কঙ্গনা। নাম না ধরে তারকা সন্তানদের উদ্দেশে তোপ দাগলেন তিনি। শুধু তাই নয়, তার বিচারে কারা পুরস্কার পাওয়ার যোগ্য সেই তালিকাও প্রকাশ করলেন।

তিনি টুইটারে লেখেন, পুরস্কারের মৌসুম এসেছে এবং যোগ্য পুরস্কার প্রাপকদের থেকে যাবতীয় পুরস্কার ছিনিয়ে নিতে নেপো মাফিয়ারাও সেখানে হাজির হয়েছে। বোঝাই যাচ্ছে, কঙ্গনার নিশানায় রয়েছেন আলিয়া বা রণবীরের মতো তারকারা।

আরেকটি টুইটে ২০২২ সালে যারা পুরস্কার পাওয়ার যোগ্য, তাদের নামের একটি তালিকা প্রকাশ করেছেন কঙ্গনা। তার বিচারে, ‘কান্তারা’ ছবির জন্য সেরা অভিনেতা ঋষভ শেট্টি। ‘সীতা রমণ’ ছবির জন্য ম্রুণাল ঠাকুর। ‘আরআরআর’ ছবির জন্য এসএস রাজামৌলিকেই সেরা পরিচালকের শিরোপা দিতে চেয়েছেন কঙ্গনা। সেরা সহ-অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কার তিনি তুলে দিয়েছেন যথাক্রমে অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস) এবং তব্বু (দৃশ্যম এবং ভুল ভুলাইয়া ২)।

এরপর কঙ্গনা লিখেছেন, বলিউডের পুরস্কারগুলো লজ্জাজনক। কোনোদিন কাজের ফাঁকে সময় পেলে এ রকম সব যোগ্য দাবিদারদের নামের তালিকা প্রকাশ করব।