রাজশাহী , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

৩৪ বছর পর কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে ইতালিয়ান ক্লাব

  • আপডেটের সময় : ১০:৪৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ০ টাইম ভিউ
Adds Banner_2024

স্পটস ডেস্ক: দিয়েগো ম্যারাডোনার পায়ের জাদুতে ১৯৮৮-১৮৯ সালে সর্বশেষ উয়েফা কাপ জিতেছিলো ইতালিয়ান ক্লাব ন্যাপোলি। এরপর ১৯৯২-৯৩ মৌসুমে উয়েফা কাপের নাম বদলে হয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগ। আগে-পরে মিলিয়ে টানা ৩৪টি বছর আর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পার হতে পারেনি ম্যারাডোনার সেই ক্লাব, ন্যাপোলি।

এবার ৩৪ বছর পর এসে কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে ইতালিয়ান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার রাতে জার্মান ক্লাব এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছে ন্যাপোলি। প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জয় নিয়ে ফেরার অবশ্যই বড় ধরনের সুবিধা। নিজেদের মাঠে ড্র করলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে নেপলসের বাসিন্দারা।

Trulli

গত মৌসুমে ইউরোপা লিগ জয়ী এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবারই প্রথম উঠে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়। তবে, ন্যাপোলির কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরে কার্যত নিজেদের বিদায় ঘণ্টাই বাজিয়ে তুলেছে তারা। যদিও ফিরতি লেগের ম্যাচ বাকি রয়েছে। সেখানে ৩ গোলের ব্যবধানে জিততে পারলে, শেষ আটের দেখা পেতে পারে তারা।

ন্যাপোলির হয়ে গোল করেছেন ভিক্টর ওসিমহেন এবং জিওভানি ডি লোরেনজো। ৫৮তম মিনিটে লাল কার্ড দেখে র‌্যান্ডাল কোলো মুয়ানি মাঠ ছেড়ে গেলে ১০ জনের দলে পরিণত হয় ফ্রাঙ্কফুর্ট।

বিস্তারিত আসছে…

Adds Banner_2024

৩৪ বছর পর কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে ইতালিয়ান ক্লাব

আপডেটের সময় : ১০:৪৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

স্পটস ডেস্ক: দিয়েগো ম্যারাডোনার পায়ের জাদুতে ১৯৮৮-১৮৯ সালে সর্বশেষ উয়েফা কাপ জিতেছিলো ইতালিয়ান ক্লাব ন্যাপোলি। এরপর ১৯৯২-৯৩ মৌসুমে উয়েফা কাপের নাম বদলে হয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগ। আগে-পরে মিলিয়ে টানা ৩৪টি বছর আর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পার হতে পারেনি ম্যারাডোনার সেই ক্লাব, ন্যাপোলি।

এবার ৩৪ বছর পর এসে কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে ইতালিয়ান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার রাতে জার্মান ক্লাব এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছে ন্যাপোলি। প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জয় নিয়ে ফেরার অবশ্যই বড় ধরনের সুবিধা। নিজেদের মাঠে ড্র করলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে নেপলসের বাসিন্দারা।

Trulli

গত মৌসুমে ইউরোপা লিগ জয়ী এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবারই প্রথম উঠে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়। তবে, ন্যাপোলির কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরে কার্যত নিজেদের বিদায় ঘণ্টাই বাজিয়ে তুলেছে তারা। যদিও ফিরতি লেগের ম্যাচ বাকি রয়েছে। সেখানে ৩ গোলের ব্যবধানে জিততে পারলে, শেষ আটের দেখা পেতে পারে তারা।

ন্যাপোলির হয়ে গোল করেছেন ভিক্টর ওসিমহেন এবং জিওভানি ডি লোরেনজো। ৫৮তম মিনিটে লাল কার্ড দেখে র‌্যান্ডাল কোলো মুয়ানি মাঠ ছেড়ে গেলে ১০ জনের দলে পরিণত হয় ফ্রাঙ্কফুর্ট।

বিস্তারিত আসছে…