Breaking Newsজাতীয়

‘বিনিয়োগ ভবন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জনপদ ডেস্কঃ অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হলো বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নিজস্ব প্রধান কার্যালয়৷ রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নবনির্মিত ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ে স্থাপিত বিডার প্রধান কার্যালয় হিসেবে নবনির্মিত ভবনটি সরকার নামকরণ করেছে ‘বিনিয়োগ ভবন’ নামে।

সকালে এই ভবনটি উদ্বোধন করতে আগারগাঁওয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ নবনির্মিত বিনিয়োগ ভবন সুইস চেপে উদ্বোধন করেন তিনি।

দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে এক একর জমির ওপর ১৯৮ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট বিডা ভবন নির্মাণ করা হলো৷ এই ভবনটিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনএসডিএ প্রধান কার্যালয়ও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী৷

রাজস্ব ভবন উদ্বোধন শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button