বিনোদন

এবার গণভোট চেয়ে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হিরো আলম

জনপদ ডেস্ক: বগুড়ায় উপনির্বানের দিন রাতেই ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে বগুড়া-৪ আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে তিনি উচ্চআদালতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। এ প্রসঙ্গে নানা কথা বলার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এসে শুক্রবার আবারও হিরো আলম এক ভিডিও বার্তা দিলেন।

গণভোট চেয়ে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, মশাল মার্কার এত জনপ্রিয়তা তাহলে আপনারা গণভোট দেন। আমি চ্যালেঞ্জ করে বললাম জীবনেও আর নির্বাচনে দাঁড়াব না। নির্বাচনের নাম মুখেও আনব না শুধু আপনারা প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা দিয়ে গণভোট দিয়ে দেখেন। তখন দেখা যাবে কার কত জনপ্রিয়তা। আমি দেশবাসীর সামনে বলতে গণভোট চাই।

তিনি বলেন, আপনারা সবাই দেখেছেন গতকাল বৃহস্পতিবার রাশেদা সুলতানা (নির্বাচন কমিশনার) আমাকে নিয়ে অনেক কিছু বলেছেন। তিনি বলেছেন- শুধু হিরো আলম না প্রতিটি প্রার্থীই পরাজয়ের পর বলে ভোট সুষ্ঠু হয়নি, কারচুপি হয়েছে। তিনি আরও বলেছেন- নন্দীগ্রামে হিরো আলমের কোনো এজেন্ট ছিল না। আমার কথা নাকি সব ভিত্তিহীন।

এরপর হিরো আলম তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা হিরো আলমের একতারা আর তানসেনের মশালের মাঝে গণভোট দেন তো দেখি। জনগণ ভোট দিয়েছে নাকি দেয়নি, ফলাফল কারচুপি হয়েছে নাকি হয়নি সেটাও আমি দেখাব। প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা দেবেন। তারপর দেখেন হিরো আলম আর মশাল মার্কার মাঝে কে জেতে।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button