অন্যান্যখেলাধুলা

বিশ্বকাপে সর্বনিম্ন স্কোর ভারতের, নবম হল বাংলাদেশ!

ক্রীড়া ডেস্কঃ অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বকাপের উদ্ভোধনী অনুষ্ঠান। বাকিংহাম প্যালেসের সামনে অনুষ্ঠিত হওয়া উদ্ভোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেলো দেড় মাসের এই ক্রিকেট উৎসব। সকল দলের অধিনায়ক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো বিভিন্ন দেশের তারকাদের নিয়ে হওয়া ৬০ সেকেন্ড চ্যালেঞ্জের ব্যাট বলের লড়াই। প্রতিটি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন একজন তারকা খেলোয়াড় ও একজন ক্রিকেটের বাইরের তারকা।

বাংলাদেশকে এই চ্যালেঞ্জে প্রতিনিধিত্ব করেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক ও নায়িকা জয়া আহসান। তবে ব্যাট হাতে রাজ্জাক কিছুটা স়ফলতা পেলেও ব্যাটে বলের সংযোগ করতে পারেননি জয়া আহসান। দশ দলের মাঝে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর নিয়েই বাংলাদেশকে শেষ করতে হয় এই ৬০ সেকেন্ডের চ্যালেঞ্জ।

৬০ সেকেন্ড চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ৭৪ পয়েন্ট নিয়ে। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন সাবেক খেলোয়াড় কেভিন পিটারসন। ৬৯ পয়েন্ট নিয়ে ২য় অবস্থানে ছিলো অস্ট্রেলিয়া । অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন ব্রেট লি।

ওয়েস্টইন্ডিজের প্রতিনিধিত্ব করেন সাবেক ব্যাটসম্যান ভিভ রিচার্ডস ও অলিম্পিয়ান ইয়োহান ব্লেক। ওয়েস্টইন্ডিজ ৪৭ পয়েন্ট নিয়ে ৫ম হয় এই চ্যালেঞ্জে।


পাকিস্তানের হয়ে অংশগ্রহণ করেন ক্রিকেটার আজহার আলী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। ৩৮ পয়েন্ট নিয়ে সপ্তম হয় পাকিস্তান। বাংলাদেশের জয়া আহসান ও আব্দুর রাজ্জাকের মোট পয়েন্ট ছিলো ২২।

১৯ পয়েন্ট নিয়ে এই চ্যালেঞ্জে দশম হয় ভারত। ভারতের প্রতিনিধিত্ব করেন সাবেক খেলোয়াড় অনীল কুম্বলে ও বলিউড তারকা ফারহান আখতার।

৬০ সেকেন্ড চ্যালেঞ্জের পর বিশ্বকাপের থিম সংয়ের মাধ্যমে শেষ হয় উদ্ভোধনী অনুষ্ঠান। শুরুতে মঞ্চে এসে বিশ্বকাপের অধিনায়কেরা তাদের বক্তব্যও রাখেন।

বৃহস্পতিবার আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
আরোও পড়ুন- পর্দা উঠল ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button