জাতীয়টপ স্টোরিজধর্ম

জমাদিউল আউয়াল মাস শুরু

জনপদ ডেস্ক: বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪৪ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শনিবার (২৬ নভেম্বর) থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা করা হবে।

গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার।

সভায় ১৪৪৪ হিজরি সালের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এ কারণে শনিবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button