ক্যাম্পাসশিক্ষা

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু ১৬ নভেম্বর

জনপদ ডেস্কঃ আগামী বছরের জন্য সরকারি-বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন ১৬ নভেম্বর শুরু হবে। চলবে ৬ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইনের সই করা ভর্তি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে জানানো হয়, আবেদন প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। সরকারি স্কুলে ভর্তির লটারি ১০ ডিসেম্বর হবে। বেসরকারি স্কুলের লটারি ১৩ ডিসেম্বর। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে।

তবে গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো এবারও ভর্তি ফরম বিতরণ করা হবে না। শুধু অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button