শিক্ষা

৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা নভেম্বরেই: পিএসসি সচিব

জনপদ ডেস্ক: চলতি মাসেই (নভেম্বরে) ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

পিএসসি সচিব বলেন, আমরা এ সপ্তাহে অথবা আগামী সপ্তাহের প্রথম দিকের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করব। ফল প্রকাশিত হওয়ার পর ৫ থেকে ৭ দিন সময় নিয়ে মৌখিক পরীক্ষার বোর্ড প্রস্তুত করা হবে। এরপরেই মৌখিক পরীক্ষা শুরু হবে। আমরা নভেম্বরের মধ্যে ভাইভা শুরু করব এতে সন্দেহ নেই।

জানা গেছে, ৪১তম বিসিএসের খাতা দেখার কাজ শেষ হয়েছে। এখন চলছে নম্বর এন্ট্রির কাজ। এটিও শেষ পর্যায়ে রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরের মধ্যে ফল তৈরির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ নেন ২১ হাজার ৫৬ জন। পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের আবশ্যিক বিষয়ের খাতার সংখ্যা এক লাখ ২৬ হাজার ৩৩৬টি।

বিজ্ঞপ্তি অনুযায়ী ৪১তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এতে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস সাধারণ শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পর সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে প্রশাসন ক্যাডারে। এ ক্যাডারে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া পুলিশ ক্যাডারে ১০০ জনসহ বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ পাওয়ার কথা রয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button